এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > দেশ ছাড়তে বিমানের চাকাই ভরসা, বিমান ছাড়তেই সোজা আকাশ থেকে মাটিতে- মর্মান্তিক ঘটনার সাক্ষী বিশ্ব

দেশ ছাড়তে বিমানের চাকাই ভরসা, বিমান ছাড়তেই সোজা আকাশ থেকে মাটিতে- মর্মান্তিক ঘটনার সাক্ষী বিশ্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট আফগানিস্তান যে এখন পুরোপুরি তালিবানদের হাতে, তা নিয়ে আর বিন্দুমাত্র সন্দেহ নেই। গতকাল রাতে তালিবানি শক্তি আফগানিস্তানের পর রাজধানী কাবুল দখল করে নেওয়ার পর সে দেশের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। একইসাথে শুরু হয়ে গেছে আফগানবাসীদেরও দেশ ছাড়ার হুড়োহুড়ি। অন্যান্য দেশের নাগরিকরাও আফগানিস্তান ছাড়তে মরিয়া। এই অবস্থায় কাবুল বিমানবন্দরে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছেনা বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

আর এই পরিস্থিতিতে এমন একটি ঘটনা ঘটল, যা রীতিমতো হতবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। আফগানিস্তান জুড়ে প্রবল ভয়ের ছবি এই ঘটনার সাথে সামনে এসেছে। কাবুল ছাড়তে বিমানবন্দরে আফগান নাগরিকদের ভিড় ক্রমশ বাড়ছে। পরিস্থিতি এমন জায়গায় গেছে, মার্কিন সেনা গুলি চালিয়েছে বলেও জানা যাচ্ছে। দেশ ছাড়ার ভিড় এমন জায়গায় গেছে, যেখানে বিমানে জায়গা না পেয়ে চাকার ওপরেই বেশ কিছু যাত্রী চড়ে বসেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বিমান মাটি থেকে আকাশের দিকে উড়ান শুরু করতেই ঘটে যায় দুর্ঘটনা। আকাশে ওড়ার পর বিমানের চাকার ওপরে বসে থাকার ফলে সোজা আকাশ থেকে মাটিতে পড়ে যান দুই যাত্রী। এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তালিবানরা আফগানিস্তান দখল করতেই আতংকে দিশেহারা হয়ে পড়েছে আফগান নাগরিকরা। কার্যত বলা হচ্ছে, দেশ কুড়ি বছর পেড়িয়ে গেল। তালিবান সংক্রান্ত কতটা ভয় এই মুহুর্তে আফগানবাসীদের মধ্যে কাজ করছে, তা এই ঘটনা থেকেই স্পষ্ট হয়েছে।

অন্যদিকে জানা গিয়েছে, শুধু আফগানিস্তানের বাসিন্দারাই নন অন্যান্য দেশের নাগরিকরাও কাবুল ছাড়তে রীতিমতো মরিয়া। তাঁরাও নিজের নিজের দূতাবাসের সাহায্যে দেশে ফেরার চেষ্টা চালাচ্ছে। আর এই পরিস্থিতিতে রীতিমতো বাসে চড়ার মতন বিমানে চড়ার এরকম ছবি বিরল। কার্যত এই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্ব জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এখন কি রকম, তার একটি নমুনাতেই রীতিমত শিউড়ে উঠছে সবাই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!