এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মেদিনীপুরে ধুয়ে মুছে সাফ তৃণমূল, ছক্কা মারার হুঁশিয়ারি শুভেন্দুর! আরও উজ্জীবিত বিজেপি।

মেদিনীপুরে ধুয়ে মুছে সাফ তৃণমূল, ছক্কা মারার হুঁশিয়ারি শুভেন্দুর! আরও উজ্জীবিত বিজেপি।


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মেদিনীপুরে এবার তৃণমূল বুঝবে, খেলা কাকে বলে। এর আগে লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন। কিন্তু এখন তিনি বিজেপিতে। তাই যে তৃণমূল বলে যে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ ভোটে জিততে পারবে না, সেই তৃণমূলকে এবার চরম শিক্ষা দেওয়ার জন্য তৈরি রাজ্যের বিরোধী দলনেতা। তিনি দেখিয়ে দেবেন যে, মেদিনীপুরে তৃণমূলের প্রার্থীদের কি করে জামানত জব্দ করতে হয়।এদিন তমলুকের বিজেপি প্রার্থীর সমর্থনে ময়নার সভা থেকে শুভেন্দু অধিকারী যে মার্জিন বেঁধে দিলেন এবং যেভাবে তৃণমূলকে পরাজিত করার কথা বললেন, তাতে তৃণমূল বলে এই রাজ্যে আদৌ কিছু থাকবে কিনা, সেটাই সংশয়ের কারণ হয়ে দাঁড়ালো শাসক দলের অনেকের কাছে।

প্রসঙ্গত,  তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ময়নায় একটি সভা অনুষ্ঠিত হয়। আর সেখানেই বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এবার ভোটে ছক্কা মারব। দেড় থেকে দুই লক্ষ মার্জিন তো হবেই। একটু চেষ্টা করলে সেটা 3 লক্ষও হতে পারে।” একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী যেটা বলেন, সেটা করে দেখান। এর আগেও তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেখিয়ে দেবেন। সেই মত তার কাছে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও হারতে হয়েছে।

তাই যে তৃণমূল ভাবে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেছেন বলে শুভেন্দু অধিকারী কিছু করতে পারবেন না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিধানসভা নির্বাচনে পরাজিত করার পর শুভেন্দু অধিকারীর কাছে বড় চ্যালেঞ্জ, লোকসভা নির্বাচনে মেদিনীপুরের তৃণমূলকে শূন্য করে দেওয়া। আর তিনি এদিন যে মার্জিনের কথা বললেন, তাতে যদি এটা বাস্তব হয়, তাহলে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!