এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূল হলেই সাত খুন মাফ” এনআইএর ওপর হামলা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর!

“তৃণমূল হলেই সাত খুন মাফ” এনআইএর ওপর হামলা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার রাজ্যে চ্যালেঞ্জের মুখে পড়ছে কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালির পর ভূপতিনগরের ঘটনা প্রমাণ করে দিয়েছে, এই রাজ্যে সঠিক তদন্ত যদি কেন্দ্রীয় সংস্থা করতে আসে, তাহলে তাকে প্রতি পদে পদে বাধা দেওয়া হবে। তবে নির্লজ্জের মত এই রাজ্যের সরকার এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা হওয়া সত্ত্বেও, কোনো টনক নড়ছে না। যা দেখে সকলের মনেই প্রশ্ন উঠছে যে, পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের রাজ্যকে নিজের মতো করে পরিচালিত করতে চাইছেন? তবে এবার এনআইয়ের ওপর যেভাবে হামলা হয়েছে ভূপতিনগরে, তা নিয়ে সোচ্চার হতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এনআইয়ের ওপর যারা হামলা করেছে, তাদের ধরার প্রশ্নই নেই এই মমতা পুলিশের। কারণ তারা সবাই তৃণমূল করে। তৃণমূল করলেই সাত খুন মাপ।” একাংশ বলছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী আইন বলতে কিছুই মানেন না। তিনি নিজে যা বলবেন, সেটাই আইন। তাই সেই আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে বাংলার তথা ভারতের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। কোথাও কেন্দ্রীয় এজেন্সির ওপর কোনো আক্রমণ না হলেও সব ব্যাপারে চর্চার কেন্দ্র বিন্দুতে উঠে আসছে বাংলা। কারণ বাংলাতে গণতন্ত্র নেই। এখানে তদন্ত করতে আসলে তৃণমূল ফেসে যাবে। আর সেই কারণে কেন্দ্রীয় এজেন্সির ওপর প্রতিমুহূর্তে হামলা হতে দেখা যাচ্ছে। কিন্তু এই ধরনের ঘটনার পরেও এই রাজ্যের পুলিশ নীরবতা পালন করছে। স্বাভাবিকভাবেই পুলিশের দলদাসের আর একটা রূপ সামনে নিয়ে এসে শাসকের চাপ বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!