এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরের ওপর চাপ বাড়াতে এবার ‘ভাইপো’র আইনি অস্ত্র প্রয়োগ বাবুলের ওপর, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য

গেরুয়া শিবিরের ওপর চাপ বাড়াতে এবার ‘ভাইপো’র আইনি অস্ত্র প্রয়োগ বাবুলের ওপর, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কিন্তু একাধিক ইস্যুতে আক্রমণ করেছে বিরোধীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। বিভিন্ন সময়ে তাঁকে কটাক্ষ করে রাজ্য বিজেপি সভাপতি থেকে বিজেপি নেতা নেত্রীরা প্রায় প্রত্যেকেই ‘ভাইপো’ বলে উল্লেখ করে তোলাবাজি থেকে বিভিন্ন দুর্নীতির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়েছেন। আর এবার গেরুয়া শিবিরের ওপর চাপ বাড়াতে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জ্জী বেছে নিলেন আইনি অস্ত্রকে। প্রসঙ্গত,অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ‘ভাইপো’ নামের পেছনের নামটি যাতে বিজেপি নেতা নেত্রীরা সামনাসামনি বলেন।

আর সেই চ্যালেঞ্জকে হাতিয়ার করে কেন্দ্রীয় বিজেপি নেতা বাবুল সুপ্রিয় এবং রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তাঁকে দুর্নীতিযুক্ত, তোলাবাজ নেতা বলে উল্লেখ করেন। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চুপ করে রইলেন না। সরাসরি কেন্দ্রীয় বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন। সূত্রের খবর, 72 ঘণ্টার মধ্যে যদি বাবুল ক্ষমা না চান তাঁর বক্তব্যের জন্য তাহলে এবার মানহানির মামলা করতে চলেছেন রাজ্য তৃণমূলের যুব সভাপতি বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রমাণ ছাড়া তাঁর বিরুদ্ধে কথা বলার জন্য। কিন্তু বাবুল সুপ্রিয় পাত্তা না দিয়ে রীতিমত নাম করে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত, কয়লা পাচারসহ বেআইনি কাজের সঙ্গে যুক্ত। লাগাতার দুর্নীতির অভিযোগ এবং ‘ভাইপো’ কটাক্ষের জেরে এবার আর ধৈর্য রাখতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই, আর তাই এই আইনি পদক্ষেপ।

অন্যদিকে শুভেন্দু অধিকারীও সদ্য বিজেপিতে যোগ দিয়ে কিন্তু সোজাসুজি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাঁকে আক্রমণ চালিয়েছেন। বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁর বিরুদ্ধে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন প্রমাণ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ধোপে টিকবে না। আর তাই তড়িঘড়ি তিনি আইনি নোটিশ জারি করলেন। তবে এবার দেখার গেরুয়া শিবির অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা রাজনৈতিক মহলে পরিচিত ‘ভাইপো’র আইনি ধাক্কা কি করে সামাল দেয়!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!