এখন পড়ছেন
হোম > অন্যান্য > সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রাপ্য সম্মান দেননি মমতা- বিস্ফোরক অধীর

সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রাপ্য সম্মান দেননি মমতা- বিস্ফোরক অধীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত রবিবার দুপুর বারোটা বেজে ১৫ মিনিটে প্রয়াত হয়েছেন স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর দুদিন পর আজ তাঁর গলফগ্রিনের বাড়িতে তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি অভিযোগ জানালেন যে, সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে রাজ্য সরকার তাঁর প্রাপ্য সম্মান দেয়নি। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হবার কারনেই তৃণমূল সরকার ক্ষমতায় এসে একের পর এক পদ থেকে সরিয়ে দিয়েছিল এই অভিনেতাকে।

আজ বুধবার সকাল ১১ টায় প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলফ গ্রিনের বাড়িতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলোমী বসু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করলেন তিনি। প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট অভিনেতার বাড়িতে থাকার পর সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন যে, স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় খুব সাধারণ জীবন যাপন করতেন। তিনি জানালেন যে, ১৯৫৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় কান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছিলেন। কিন্তু ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই এই মহান অভিনেতাকে তাঁর সমস্ত সম্মানীয় পদ থেকে অপসারিত করে দেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার। তিনি অভিযোগ করেছেন যে. এপাড়া, ওপাড়া থেকে বহু অভিনেতা-অভিনেত্রীকে রাজ্য সরকার সন্মান জানিয়েছে। কিন্তু সন্মান জানায়নি স্বনামধন্য এই অভিনেতাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করেছেন যে, যে অভিনেতা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বহু কমিটির শীর্ষে থেকে বাংলার শিল্পকলাকে বহুদূর পর্যন্ত প্রসারিত করে নিয়ে যেতে পারতেন, তাঁকেই অবজ্ঞা করে অচ্ছুৎ করে রেখেছিল রাজ্য সরকার। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রসঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি জানালেন যে, আজ তিনি এই কিংবদন্তি অভিনেতার বাড়ি এসে তীর্থক্ষেত্র ঘুরে গিয়েছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আরো জানিয়েছেন যে, কেন্দ্রের কাছে তাঁরা প্রস্তাব পাঠাবেন যাতে সত্যজিত্‍ রায় ফিল্ম ইনস্টিটিউটে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্মানে একটি চেয়ার যেন সংরক্ষিত করে রাখা হয়। রাজ্য সরকারের প্রতি অধীর বাবুর এই অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকেরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলোমী বসুকে প্রশ্ন করলে, তাঁর উত্তরে তিনি জানালেন যে, প্রদেশ কংগ্রেস সভাপতি তাঁদের বাড়িতে এসেছেন, তাই তাঁরা অত্যন্ত খুশি হয়েছেন। তবে এ বিষয় নিয়ে তাঁরা কোন বিতর্কে যেতে ইচ্ছুক নন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!