এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > খানিক বদলে গেল সুর, শুভেন্দুর নতুন স্লোগানে বাড়ছে জল্পনা? নাকি বড়সড় ধামাকার অপেক্ষায়?

খানিক বদলে গেল সুর, শুভেন্দুর নতুন স্লোগানে বাড়ছে জল্পনা? নাকি বড়সড় ধামাকার অপেক্ষায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – খবরের কাগজ থেকে শুরু করে টিভির পর্দা – রাজনীতি প্রিয় জনসাধারণ এখন সর্বত্র একজনকে নিয়েই আলোচনা দেখতে চায়। তিনি হলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা, রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী। কিন্তু সেই শুভেন্দু অধিকারীকে নিয়েই এখন জল্পনার শেষ নেই। তিনি কী করবেন, দলত্যাগ করবেন নাকি দলে থাকবেন, এই প্রশ্ন ক্রমশ উদ্বেগের সৃষ্টি করছে রাজনৈতিক মহলে।

বিভিন্ন সভায় গিয়ে শুভেন্দুবাবুর নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য সেই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের। আর এই পরিস্থিতিতে আগামী 19 নভেম্বর শুভেন্দু অধিকারী রামনগরের সবথেকে বড় কোনো ঘোষণা করতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার মাঝেই এবার শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ভূয়সী প্রশংসা। যাকে কেন্দ্র করে এখন অনেকেই বলছেন, এবার হয়ত চিড়ে ভিজতে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই নন্দীগ্রাম দিবসে পৃথক অরাজনৈতিক সভায় উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। যেখানে তার বেশ কিছু মন্তব্য ছিল তৃনমূল শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য এবং কটাক্ষ করে বলে মনে করেছিল বিশেষজ্ঞরা। এদিকে নিজের বক্তব্যের শেষে ভারতমাতার নামের জয়ধ্বনি দিয়ে জল্পনাকে আরও বাড়িয়ে দেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

অনেকেই দাবি করেন, এই মঞ্চ থেকে এই রকম বক্তব্য দিয়ে শুভেন্দুবাবু বুঝিয়ে দিতে চাইলেন, তিনি আগামী দিনে গেরুয়া পথে ধাবিত হবেন। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো কিছু বলেননি রাজ্যের পরিবহনমন্ত্রী। আর তিনি যখন নিজের মত করে বিভিন্ন সভায় উপস্থিত হচ্ছেন, তখন কার্যতআশঙ্কা তৈরি হয়েছিল তৃণমূলের একাংশের মধ্যে যদি শুভেন্দু অধিকারী দলত্যাগ করেন, তাহলে কিভাবে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে, তা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন।

আর এই পরিস্থিতিতে এদিন সমবায়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাম্যের উপরে জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বেশকিছু প্রকল্পের প্রশংসা করলেন শুভেন্দুবাবু। অনেকে বলছেন, সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দলের দুই প্রবীণ সাংসদ শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে তেমনভাবে কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য না করে বরঞ্চ স্থির থেকে সমবায়ের ওপর বক্তব্য রেখে নেত্রীর প্রশংসা করলেন শুভেন্দুবাবু। আর এখানেই একাংশের প্রশ্ন, তাহলে কি দলের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল হেভিওয়েট এই মন্ত্রীর, এবার তা কমতে শুরু করল!

অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী এখন গোটা ব্যাপারটি পরখ করে নিতে চাইছেন। ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তৃণমূলের তরফে তার সাথে বিবাদ মেটানোর জন্য যে প্রস্তাব এসেছে, তা ভালো করে দেখে নিতে চাইছেন তিনি। কেননা তিনি তৃণমূল সাংসদকে যে কথা জানিয়েছেন, সেই কথা অনুযায়ী দলনেত্রী ব্যবস্থা নেন কিনা, তা দেখেই শুভেন্দু অধিকারী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন। তাই সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এদিন সমবায়ের অনুষ্ঠান থেকে তেমনভাবে কোনো বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল না তাকে।

অনেকে বলছেন, 19 নভেম্বর আশা ছিল, শুভেন্দু অধিকারী বড় কোনো ঘোষণা করবেন। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে তিনি এই সভা থেকে তেমন ভাবে কোনো বক্তব্য রাখবেন না বলেই দাবি করছেন একাংশ। তবে শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সচেতনভাবে বক্তব্য রাখার শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল নেতৃত্বের দূরত্ব মেটে, নাকি আবার বিদ্রোহ করতে শুরু করেন শুভেন্দু অধিকারী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!