এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গেরুয়া শিবিরের রাজনীতি! দিলীপ-সৌমিত্র সংঘাত অব্যাহত, তার মাঝেই বড়সড় দায়িত্ব শঙ্কুদেবকে!

গেরুয়া শিবিরের রাজনীতি! দিলীপ-সৌমিত্র সংঘাত অব্যাহত, তার মাঝেই বড়সড় দায়িত্ব শঙ্কুদেবকে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই বিভিন্ন জেলার যুব মোর্চার সভাপতি নাম ঘোষণা করা সত্ত্বেও, দিলীপ ঘোষের আপত্তির কারণে তার শেষ পর্যন্ত বাতিল করতে হয় সৌমিত্র খাঁকে। যার জেরে দিলীপবাবুর সঙ্গে সৌমিত্রবাবুর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে বলে দাবি করেন একাংশ। তবে বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগকে নস্যাৎ করে দেওয়া হয়। কিন্তু এর মাঝেই এবার যুব মোর্চার পদাধিকারী বেছে নেওয়ার পথে আবার বড়সড় ধাক্কা খেলেন সেই সৌমিত্র খাঁ।

যেখানে পাঁচটি সাংগঠনিক জোনের পর্যবেক্ষক হিসেবে যাদের নিয়োগ করেছিলেন তিনি, আপাতত তাদের নামে সিলমোহরই দিলেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সৌমিত্রবাবুকে জানিয়ে দিয়েছেন দিলীপবাবু। আর সৌমিত্র খাঁর এই সিদ্ধান্তকে যেভাবে গুরুত্ব দিলেন না বিজেপি রাজ্য সভাপতি, তাতে এই দুই নেতার দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শঙ্কুদেব পণ্ডার মত হেভিওয়েট যুবনেতাকে কলকাতা জোনের দায়িত্ব দিয়েছেন দিলীপ ঘোষ।

কিন্তু কী কারণে সৌমিত্র খাঁ এর পক্ষ থেকে নিয়োগ করা এই জোনাল পর্যবেক্ষকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন দিলীপ ঘোষ? অনেকে বলছেন, হয়ত বা মাদার নেতৃত্তের মতের বিরুদ্ধে গিয়েই সৌমিত্র খাঁ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তার কারণেই অতীতের মত এবারও তাকে সেই সিদ্ধান্ত নিতে বাধা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু এভাবেই যদি চলতে থাকে, তাহলে তো বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে চলে আসবে ।

আর এর প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচনে! কেন যুব এবং মূল সংগঠন একত্রিত ভাবে কাজ করতে পারছে না! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। যদিও বা এই ব্যাপারে কোনো মতবিরোধের বিষয় নেই বলে জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তবে সায়ন্তনবাবু এই বিষয় নিয়ে যে কথাই বলুন না কেন, গোটা বিষয়টিকে খুব একটা হালকা ভাবে নিতে পারছে না রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে, যখন কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি যুব মোর্চার রাজ্যের সহ-সভাপতি শঙ্কুদেব পন্ডাকে। কেন হঠাৎ করে তাকে সামনে আনা হল? একাংশ বলছেন, আগামী 2 এবং 3 ডিসেম্বর কলকাতায় বড় কর্মসূচি পালন করার কথা রয়েছে বিজেপি যুব মোর্চার। মূলত খুব অল্প সময়ের নোটিশেই বিজেপিকে এই কর্মসূচির আয়োজন করতে হচ্ছে। কিন্তু বর্তমানে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ উত্তরকন্যা অভিযান নিয়ে ব্যস্ত রয়েছেন।

যার ফলে তিনি ঠিকঠাক সময় দিতে পারছেন না। তাই কলকাতার এই কর্মসূচিতে যাতে সাফল্য পাওয়া যায়, তার জন্যই শঙ্কুদেব পন্ডাকে কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে অপর অংশ বলছেন, সৌমিত্র খাঁ কলকাতার পর্যবেক্ষক করতে চেয়েছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই রাজুবাবুর উপর ভরসা নেই বিজেপির রাজ্য নেতৃত্বের। আর তাই তার জায়গায় দিলীপবাবু শঙ্কুদেব পণ্ডাকে দায়িত্ব দিয়ে দিলেন।

স্বাভাবিকভাবেই একদিকে সৌমিত্র খাঁয়ের নিয়োগ করা জোনাল পর্যবেক্ষকদের সীলমোহর না দেওয়া এবং অন্যদিকে শঙ্কুদেব পণ্ডাকে সামনে এনে দিলীপ ঘোষ সৌমিত্র খাঁয়ের সঙ্গে নিজেকে আরও বাড়িয়ে দিলেন বলেই দাবি করছেন একাংশ। যদিও বা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। সকলে একত্রিত ভাবেই কাজ করছে। কিন্তু যে যাই বলুন না কেন, বারবার যেভাবে সৌমিত্র খাঁ-এর সিদ্ধান্তকে নস্যাৎ করে দিচ্ছেন দিলীপ ঘোষ, তাতে সমস্যা ক্রমশ বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!