এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচন কমিশনে মমতার বাহিনী, “বেল পাকলে কাকের কি!” পাল্টা শুভেন্দু!

নির্বাচন কমিশনে মমতার বাহিনী, “বেল পাকলে কাকের কি!” পাল্টা শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– ভোটের আগে যখন কোনোভাবেই মানুষের সমর্থন পাওয়া যাবে না বুঝে গিয়েছে তৃণমূল, তখন মিথ্যে অভিযোগ তুলে অশান্তি করার চেষ্টা করছে তারা। এনআইএর ওপর হামলার ঘটনায় তৃণমূল এমনিতেই চাপে রয়েছে। তাই গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূলের সাংসদদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমত ধুয়ে দিয়েছেন এই রাজ্যের শাসক দলকে। তিনি যে কথা বললেন, তারপর প্রচন্ড অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে।

প্রসঙ্গত, তৃণমূলের সাংসদদের একটি প্রতিনিধিদল এনআইএর অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দপ্তরে দেখা করার জন্য রওনা দেয়। আর সেই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ওরা যাচ্ছে যেতেই পারে। তাতে আমাদের কিছু নেই। বেল পাকলে কাকের কি? ওরা ওখানে যাচ্ছে, সাংবাদিকদের সামনে মুখ দেখানোর জন্য।”

অর্থাৎ সাংবাদিকরা এই বিষয় নিয়ে আলাপচারিতা করতেই পারে। এই নিয়ে টেলিভিশন মিডিয়ায় টক শো বসাতেই পারে। কিন্তু বিজেপি যে এসবকে একেবারেই পাত্তা দিচ্ছে না, তা স্পষ্ট। তৃণমূল যদি ভেবে থাকে যে, নির্বাচন কমিশনের কাছে গিয়ে এনআইএ তদন্তকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে এবং আন্দোলন করে দেখাবে যে, মানুষের জন্য তারা লড়াই করছে, তাহলে তারা ভুল করছে। মানুষ জানে যে, দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্যই তৃনমূল এই সমস্ত কাজ করছে। তাই মানুষের পালস বুঝেই তৃণমূলকে কড়া আক্রমণ করে মোক্ষম জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!