এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার বিমানবন্দরের সুবিধা পাওয়া যাবে হাওড়া স্টেশনেই

এবার বিমানবন্দরের সুবিধা পাওয়া যাবে হাওড়া স্টেশনেই


রেলমন্ত্রকের এবার নয়া রূপদান পশ্চিমবঙ্গের ৩ টি স্টেশন সহ দেশের মোট ৯০ টি রেল স্টেশনকে। জানা গেছে বিমানবন্দরের মতো ঝাঁ চকচকে হতে চলেছে হাওড়া, আসানসোল ও দার্জিলিং। যাত্রীদের স্বাচ্ছন্দের সুবিধার্থে এই নয়া রূপদান। এদিন এক রেল আধিকারিক জানান, “এই ৯০টি রেল স্টেশনের সার্বিক পরিকাঠামোর আমূল বদল করা হবে। যাত্রী প্রতীক্ষালয়, বিশ্রামালয়, শৌচালয়গুলি সংস্কার করে আধুনিক ধাঁচে গড়ে তোলা হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দেশের প্রায় সব বড় ও প্রধান রেলস্টেশনগুলির মধ্যে এই ৯০টি স্টেশনকে বাছাই করা হয়েছে।” সূত্রের খবর, এই ৯০ টি প্রথমসারির রেল স্টেশনে থাকবে উন্নতমানের পার্কিং, শপিং মল, মাল্টিপ্লেক্স, ফুডকোর্ট, ওয়াটার এটিএম, ওয়াইফাই, সিসিটিভি ক্যামেরা, লিফ্ট, মডিউলার ক্যাটারিং কিয়স্ক প্রভিতি। এর জন্য যাত্রীদের থেকে কোনো আলাদা অর্থ নেওয়া হবে না। একই রেল টিকিটের দামে জনসাধারণ পাবে এই সমস্ত উচ্চমানের সুবিধা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!