এখন পড়ছেন
হোম > অন্যান্য > জম-জমাটি শীতের ফুরফুরে মেজাজে চলবে আগামী বর্ষবরণ, জানালো আবহাওয়া দপ্তর

জম-জমাটি শীতের ফুরফুরে মেজাজে চলবে আগামী বর্ষবরণ, জানালো আবহাওয়া দপ্তর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন থেকেই থেকেই শীতের কাঁপুনি বাড়ছে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বাড়ছে শীতের দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ দিনগুলোতে আরো বাড়তে পারে শীতের দাপট। বস্তুত, শুধু রাজ্যেই নয়, গোটা উত্তরভারত জুড়ে দুর্দান্ত ব্যাটিং করছে শীত। প্রবল শীতে ও হিমাচলের সিমলায় তুষারপাতে বন্ধ হয়ে পড়েছে বহু রাস্তা।

প্রসঙ্গত, গত শুক্রবার বড়দিনের দিনে দুর্দান্ত শীতের দাপট অনুভব করেছেন রাজ্যবাসী। সেদিন মহানগরের সর্বনিম্নন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। এরপর গত শনিবার আরও বেড়েছিল শীতের দাপট মহানগর সহ রাজ্যজুড়ে। সেদিন মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। গতকাল রবিবার ছিল মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। যা ছিল স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় বাড়লেও, স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি কম আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, শুধু কলকাতাই নয় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র শীতের দাপট। উত্তরবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে জমাট কুয়াশা ভোরে ও রাতে। সর্বত্রই শীতের আমেজ উপভোগ করছেন রাজ্যবাসী। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান প্রভৃতি জেলায় প্রায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী কয়েকদিন ধরে শীতের দাপট থাকবে রাজ্যজুড়ে। সেইসাথে আরও বাড়তে পারে শীতের দাপট।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার দুর্দান্ত শীতের মধ্যেই হতে পারে বর্ষবরণ। গত কয়েক বছর ধরেই শীতের দাপট তেমন একটা দেখা যায় নি বড়দিন বা বর্ষবরণের সময়তে। এবার অঘ্রান মাসে শীতের তেমন দাপট না থাকায় হতাশ হয়েছিলেন অনেকে। তবে, হতাশা দূর করে দিয়ে কিছুদিন ধরেই দুর্দান্ত ব্যাটিং করছে শীত। কাঁপিয়ে দিচ্ছে সারা রাজ্য সহ গোটা উত্তর ভারত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!