এখন পড়ছেন
হোম > জাতীয় > তৈরি বিজেপি প্রার্থী তালিকা, নাড্ডার হাতে পৌঁছেছে খুব শীঘ্রই, জল্পনা তুঙ্গে !

তৈরি বিজেপি প্রার্থী তালিকা, নাড্ডার হাতে পৌঁছেছে খুব শীঘ্রই, জল্পনা তুঙ্গে !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  পাখির চোখ আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখলে তৎপর হয়ে উঠেছে বিজেপি শিবির। সেই উদ্দেশ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার আসছেন পশ্চিমবঙ্গে। গত মাসে বাংলা সফর করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সফরে এসে তিনি বিজেপি নেতাদের ২০০ টি বিধানসভা আসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। এরপর থেকেই আগামী নির্বাচন বিষয়ে বিজেপির তৎপরতা তুঙ্গে। এই পরিস্থিতিতে আজ বঙ্গ সফর করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ তাঁর হাতে তুলে দেওয়া রিপোর্টে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তাবিত ১২০ বিজেপি প্রার্থীর নামের উল্লেখ থাকবে। এমনটাই বিজেপি সূত্রের খবর।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে, আজ বঙ্গ সফর করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে চলেছেন বিজেপি নেতৃত্ব। তার জন্য চলছে বিরাট প্রস্তুতি। আবার, আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে রাজ্যে ১০ জন পর্যবেক্ষককে আনা হয়েছে। বিভিন্ন রাজ্যের দক্ষ বিজেপি সংগঠকদের পর্যবেক্ষক করে আনা হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যকে অনেকগুলি জোনে ভাগ করে দিয়ে বিভিন্ন জোনের দায়িত্বে আছেন এই পর্যবেক্ষকরা।

রাজ্যে বিজেপির সংগঠন কতটা শক্তিশালী হতে পেরেছে, রাজ্যে বিজেপির জন ভিত্তি, দলের জনসংযোগ সমস্ত কিছু পর্যবেক্ষণ করছেন তাঁরা। তাঁদের গোপন রিপোর্টে বিভিন্ন বিষয়ের উলেখ থাকবে। এই রিপোর্ট তাঁরা আজ তুলে দিতে চলেছেন জে পি নাড্ডার হাতে। আগামী নির্বাচনের জন্য প্রস্তাবিত ১২০ জন বিজেপি প্রার্থীর নামের তালিকাও থাকবে এই রিপোর্টে। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির অবস্থা কেমন? তার সমস্ত কিছু রিপোর্টে উল্লেখ করা থাকবে।

আপনার মতামত জানান -

বিজেপি সূত্রের খবর, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে তিনজন করে প্রার্থীর নাম এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমন প্রার্থীর নামই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যাদের বিষয়ে আশাবাদী বিজেপি। যাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ভালো ফল মিলতে পারে, তাদের নাম এই গোপন রিপোর্টে উল্লেখ করা আছে বলে বিজেপি সূত্রের খবর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে পর্যবেক্ষকরা এই রিপোর্ট তুলে দেবেন। নাড্ডা যা তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে।

জানা গেছে, বিজেপির সংগঠন বিষয়ে রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন সুনীল দেওধর সহ রাজ্যে নিযুক্ত পর্যবেক্ষকরা। যেখানে প্রাথমিকভাবে ১২০ জন প্রস্তাবিত প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী খোঁজার ব্যাপারে যথেষ্ট তৎপর বিজেপি। জেলা সভাপতি, মন্ডল সভাপতি সবার সঙ্গে কথা বলে বেশ কিছু কেন্দ্র থেকে তিনজন করে প্রার্থীর নাম নথিভুক্ত করা হয়েছে। যে কাজটি করেছেন পর্যবেক্ষকেরা। সেটাই তুলে দেয়া হচ্ছে নাড্ডার হাতে।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থী নির্ধারণের ব্যাপারে বিজেপির এই কর্মতৎপরতা শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতির অঙ্গনে। আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপির তৎপরতার প্রমাণ এই প্রস্তাবিত প্রার্থী তালিকা। প্রসঙ্গত বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য দলকে অনেকটাই উজ্জীবিত করেছিল। তারপর থেকেই পশ্চিমবঙ্গে আরও তৎপর হয়ে ওঠে বিজেপি। ক্রমশ নিজের শক্তি বৃদ্ধি করে রাজ্যের শাসকদল তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!