এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একের পর এক আন্দোলনে রাজ্য সরকারের অস্বস্তি বাড়াতে পথে নামছে রাজ্য বিজেপি

একের পর এক আন্দোলনে রাজ্য সরকারের অস্বস্তি বাড়াতে পথে নামছে রাজ্য বিজেপি


‘সেলফি’তে কি বিপত্তি বিজেপির মহিলা মোর্চার? ইদানিং কালে বহু আন্দোলনেই দলের মহিলা মোর্চার কর্মীদের নিজস্বী তোলা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে। সেই কারণেই দলের মহিলাদের আন্দোলন কর্মসূচি চলাকালীন নিজস্বীতে ব্যস্ত পড়তে নিষেধ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আইসিসিআর-এ বুধবার দলের মহিলা মোর্চার রাজ্য কার্যকারিণী বৈঠকে দিলীপবাবু বলেন, আন্দোলন কর্মসূচি চলার সময়ে কেউ যেন নিজস্বী তুলতে ব্যস্ত হয়ে না পড়েন। ভাল কাজ করলে অন্যরাই ছবি তুলে দেবে। নিজেদের ছবি নিজেদের তোলার দরকার হবে না। এদিনের বৈঠকের শেষে মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকর বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, নারী নিগ্রহে পশ্চিমবঙ্গের স্থান শীর্ষে। মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে মহিলাদের প্রতি সংবেদনশীলতা আশা করেছিলাম, পেলাম না।
বিজেপির দলীয় সূত্রে জানা গেছে, রাজ্যে একের পর এক নারী নিগ্রহের প্রতিবাদে চলতি মাসেই আন্দোলনে নামবে বিজেপির মহিলা মোর্চা। বীরভূমের এক তরুণী ছাত্রী ধর্ষিতা হয়ে আত্মঘাতী হয়েছেন। ওই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলায় জেলায় পুলিশ-প্রশাসনের দফতরে বিক্ষোভ দেখাবে বিজেপির মহিলা মোর্চা। জেলায় জেলায় এই আন্দোলন হবে আগামী ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৮ মার্চ ‘জাগো জঙ্গলমহল জাগো’ নামে এক কর্মসূচির ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে।মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টপাধ্যায় জানান, পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার জন্য সংগঠনকে প্রস্তুত করেছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!