এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী – কোন নেতাকে কী বার্তা? গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে কোন দাওয়াই? তাকিয়ে সবাই

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী – কোন নেতাকে কী বার্তা? গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে কোন দাওয়াই? তাকিয়ে সবাই


আজ উত্তরবঙ্গের কোচবিহার জেলায় পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রশাসনিক এবং রাজনৈতিক দুই দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের এই জেলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা শীর্ষ নেতৃত্বের তরফে বারবার এই কোচবিহার জেলায় যুব এবং মাদারের মধ্যে দ্বন্দ্ব বন্ধ করার নির্দেশ দিলেও জেলা স্তরের নেতারা সেই নির্দেশ পালনই করেননি।

উল্টে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সাথে জেলা যুব তৃনমূলের সভাপতি তথা সাংসদ পার্থ প্রতিম রায় শিবিরের দ্বন্দ্ব দিনকে দিন বৃদ্ধি পেয়েছে। যার ফলস্বরূপ বিগত পঞ্চায়েতে দিনহাটায় তৃণমূল এবং যুবর গোষ্ঠীদ্বন্দ্বে নিহত হন আবু মিয়া নামে এক তৃণমূল কর্মী। যে ঘটনায় নাম জড়ায় কোচবিহার জেলার যুব তৃনমূলের সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিকের।

অন্যদিকে কলেজ ছাত্র অলক নিতাই দাসের খুনের ঘটনায় নাম জড়ায় তৃণমূল কাউন্সিলর জয় ঘোষ এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সাবির সাহা চৌধুরীর। যদিও বা এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এদিকে এহেন একটা পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় আসছেন। ফলে জেলা সফরে এসে কোন নেতার তিনি ডানা ছাডটবেন আর প্রশাসনকেই বা এই গন্ডগোল দমনে ঠিক কী বার্তা দেবেন সে দিকেই তাকিয়ে সকলে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে রবিবারই তৃণমূল এবং যুব সংগঠনের অনেক নেতাই দেখা করে পুলিশ প্রশাসনের সঙ্গে। আর সেখানেই শাসকদলের এক যুব নেতাকে সতর্ক করে পুলিশ মহলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে,তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে সাবধানে না চললে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদিন এ প্রসঙ্গে কোচবিহারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন, “যাদের নামে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সঠিক সময় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে গত তিনমাস আগে দিনহাটায় শান্তি স্থাপনে স্থানীয় বিধায়ক উদয়ন গুহর সাথে পুলিশ প্রশাসনের সংযোগ রেখে কাজ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও এই অঞ্চলে গন্ডগোল থামেনি। এদিন সেই প্রসঙ্গে হতাশ হয়ে দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে বলেছিলেন। কিন্তু তারপরও আমরা সেই কাজ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে দলের কেউ গন্ডগোলের সাথে জড়িত নয় বলে এদিন জানান কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। একই কথা বলেছেন জেলা যুব তৃনমূলের সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায়ও। কিন্তু যে যাই বলুন না কেন এতদিন দায়িত্ব নিয়েও যেভাবে শান্তি স্থাপনে তারা অপারগ ছিলেন তাই এখন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী জেলায় এসে সেই নেতাদের বিরুদ্ধেই কোনো সিদ্ধান্ত নেন কি না তা নিয়ে তটস্থ ঘাসফুল শিবিরের নেতারাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!