শো চলাকলীনই হাজির পুলিশ! বিগ বস হাউস থেকে গ্রেপ্তার হলেন এই প্রতিযোগী! বিনোদন June 24, 2019 ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় বা বলা ভাল অন্যতম বিতর্কিত শো বিগ বস। হিন্দি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও হয় এই জনপ্রিয় শো। যেমন বাংলা, মারাঠি, কন্নড়। এবার মারাঠি বিগ বসের ঘরেই ঘটে গেল চমকপ্রদ এক ঘটনা। মারাঠি বিগ বস সিজন ২ চলাকালীনই খাস বিগ বসের ঘর থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল অভিজিৎ বিচকুলেকে, তাঁর অপরাধ চেক বাউন্স। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - মুম্বইয়ের সাতারা থানার পুলিশের একটি টিম অ্যারে কলোনী এবং গোরেগাও ইস্ট থানার পুলিশ অফিশিয়ালদের নিয়ে হাজির হন বিগ বসের হাউসে। সেখানে সাতারা কোর্টের সমন দেখিয়ে গ্রেফতার করা হয় বিচকুলেকে। ২০১৫ সালের চেক বাউন্স মামলায় এবার বিচকুলেকে কোর্টে তুলবে পুলিশ। বিগ বসের এই প্রতিযোগীকে বারবার নোটিশ দিয়ে দেখা করতে বললেও তিনি পুলিশকে এড়িয়ে যাচ্ছিলেন। তাই বাধ্য হয়েই পুলিশকে এই পদক্ষেপ নিতে হল। প্রসঙ্গত বিচকুলে মুম্বাইয়ের মিউনিসিপ্যাল ভোটে লড়াই করে পরাজিত হয়েছিলেন। আপনার মতামত জানান -