এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ২০১৯ এর লোকসভা ভোটের ‘মার্জিন’ ঠিক করে দিলেন অনুব্রত মন্ডল

২০১৯ এর লোকসভা ভোটের ‘মার্জিন’ ঠিক করে দিলেন অনুব্রত মন্ডল

সামনেই ২০১৮ সালে পঞ্চায়েত ভোট। শাসক-বিরোধী সব দলেরই চোখ সেই দিকে, একমাত্র ব্যতিক্রম বীরভূমের ‘বেতাজ-বাদশাহ’ অনুব্রত মন্ডল। তিনি যে পঞ্চায়েত ভোট নিয়ে ভাবছেনই না তা একরকম পরিষ্কার করে দিলেন, তিনি জানিয়ে দিলেন পঞ্চায়েতের মত ‘ছোটখাটো’ নির্বাচনে তাঁর মত ‘বড়’ নেতাদের মাথা ঘামাতে হয় না। তিনি আপাতত ব্যস্ত আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচনের অঙ্ক কষতে, যদিও ২০১৯ এর লোকসভা নির্বাচনে তাঁর হাতে থাকা দুটি আসনে জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত, এমনকি মার্জিন কি হবে সেই অভীষ্ট লক্ষ্যও দলকে বেঁধে দিলেন।
অনুব্রত মন্ডল এদিন জানান, আমি পঞ্চায়েত ভোট করতে আসিনি, আরে পঞ্চায়েত ভোট করবেন আমার বুথ কমিটি,অঞ্চল কমিটি-র প্রেসিডেন্ট। আমি ২০১৯ সালের লোকসভা ভোট করতে এসেছি, আপনারা এক হোন। আগামী লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা থেকে ১ লক্ষেরও বেশি ভোটে জিতব, আর বোলপুর লোকসভা থেকে ৩ লক্ষ ভোটে জিতব। সাথে মুখ্যমন্ত্রীর প্রশংসা ও মুকুল রায়ের প্রতি কটাক্ষও শোনা যায় অনুব্রতবাবুর গলায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী চা-ওয়ালা নন, উনি বহুরুপী, উনি ক্ষতিকারক বহুরুপী। উনি মানুষের ক্ষতি করেন আর আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের কথা চিন্তা করেন, উনি ৬০০ টাকা দামের তাঁতের শাড়ি পরে আর হাওয়াই চপ্পল পরে লণ্ডন যান। আজ পর্যন্ত কোনও মুখ্যমন্ত্রী এই সব পরে লণ্ডন গিয়েছে? তারা গিয়েছে কোট,প্যাণ্ট,শ্যুট পরে। আর কিছু ভুঁইফোঁড় লোক বিজেপিতে গিয়েছে, তাদের তৃণমূলে জায়গা হচ্ছিল না। এদলে ভুঁইফোঁড়দের কোনও জায়গা নেই, আমরাই সর্বেশ্বর, আমরা যা বলব ভারতবর্ষের মানুষ কে শুনতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!