এখন পড়ছেন
হোম > জাতীয় > আসন্ন বাজেটেই মিলবে সুখবর? ব্যক্তিগত আয়করে মিলতে চলেছে বড়সড় ছাড়? জল্পনা চরমে

আসন্ন বাজেটেই মিলবে সুখবর? ব্যক্তিগত আয়করে মিলতে চলেছে বড়সড় ছাড়? জল্পনা চরমে


 

এবার কি বড়সড় সুখবর আসতে চলেছে বাজেটে! সূত্রের খবর, এবার কেন্দ্রীয় বাজেটে ব্যক্তিগত আয়কর কমানোর ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূলত, অনেকদিন ধরেই গোটা দেশজুড়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, বিগত চার মাসে মোদি সরকার নানা সিদ্ধান্ত নেওয়ার পরও, শুধু কি তারা শিল্পমহল এবং কর্পোরেটকেই সুযোগ সুবিধা দেবে! নাকি সাধারণ মানুষকেও আয়করের ক্ষেত্রে কোন সুবিধা দেওয়া হবে?

তবে এবার ব্যক্তিগত আয়কর কমানোর ব্যাপারে অর্থমন্ত্রী ঘোষণা করতে পারেন। আর এই খবর পাওয়ার সাথে সাথেই নানা মহলে ছড়িয়ে পড়তে শুরু করেছে খুশির হাওয়া। জানা গেছে, ইতিমধ্যেই এই বাজেট পেশের আগে বিভিন্ন মহলের সঙ্গে প্রতিনিয়ত বৈঠক করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, সাধারণ আয়করদাতার হাতে যদি উদ্বৃত্ত টাকা না আসে, তাহলে আর্থিক সংকট অত সহজে কাটবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, কৃষি এবং কৃষি উৎপাদনে যুক্ত সংগঠনগুলির সঙ্গেও একপ্রস্থ বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যেখানে নতুন ফসল বাজারে এলেও দাম কমার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে অর্থমন্ত্রীকে। ফলে সেদিক থেকে এই বাজেটে কেন্দ্র মানুষের মনে আনন্দ দিতে ঠিক কি কি পদক্ষেপ আনতে চলেছে! সেদিকে নজর থাকবে সকলেরই। কিন্তু সাধারণ মানুষকে খুশি করতে কেন্দ্র তাদের বাজেটে ঠিক কি কি পদক্ষেপ আনতে চলেছে!

সূত্রের খবর, ব্যক্তিগত আয়কর কমানো, কিছু ক্ষেত্রে আমদানি শুল্ক বাড়ানো এবং দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইনে কর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু আয়কর কাঠামোর বদল হবে কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত অর্থমন্ত্রীর গলায় কোনো সুর পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর করকাঠামো বদলের ব্যাপারে আবেদন জানানো হচ্ছে।

যেখানে কর্পোরেট কর 30 শতাংশ থেকে কমিয়ে 25 শতাংশ করা হয়েছে। সেখানে সর্বোচ্চ করকাঠামো 30 শতাংশ থেকে কমিয়ে আনা হোক বলে দাবি উঠেছে। জানা গেছে, গতকাল এগ্রিকালচার সংগঠন এবং এগ্রি ইন্ডাস্ট্রির সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আজ রাজ্যগুলির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এদিকে আয়কর কমানোর সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনই বীমা এবং মিডিয়ায় এফডিআই বৃদ্ধি হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে। সব মিলিয়ে আসন্ন কেন্দ্রীয় বাজেটে কি হবে, তার দিকে তাকিয়ে রয়েছেন সকলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!