এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উত্তপ্ত হতে পারে অধিবেশন! পরিস্থিতি বুঝেই ময়দানে নামলেন হেভিওয়েট মন্ত্রী! জেনে নিন!

উত্তপ্ত হতে পারে অধিবেশন! পরিস্থিতি বুঝেই ময়দানে নামলেন হেভিওয়েট মন্ত্রী! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই বিধানসভার বাদল অধিবেশন। আর এই অধিবেশনেই বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারকে চাপে ফেলতে পারে বিরোধীরা। যেখানে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির বিষয়টি তুলে ধরে তৃণমূলকে অস্বস্তির মুখে ফেলতে পারে পদ্ম শিবির। আর এই পরিস্থিতিতে পরিষদীয় দলের বৈঠকে সেই বিষয়টি নিয়ে তৃণমূল বিধায়কদের সতর্ক করে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে তৃণমূলের পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভায় একটি বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানেই দলীয় বিধায়কদের গোটা বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফিরহাদ হাকিম। যেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে, চলতি অধিবেশনে এই বিষয়গুলোকে তুলে ধরে বিজেপি আন্দোলন করতে পারে। তাই সেদিক থেকে সমস্ত বিধায়কদের বুঝেশুনে উত্তর দিতে হবে। শুধু তাই নয়, বিজেপির কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না বলেও বিধায়কদের সতর্ক করে দিয়েছেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!