এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কৃষি আইন প্রত্যাহারপর্বে কৃষকদের জয়ের শুভেচ্ছা জানালেন অভিষেক

কৃষি আইন প্রত্যাহারপর্বে কৃষকদের জয়ের শুভেচ্ছা জানালেন অভিষেক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কৃষি আন্দোলনে অবশেষে জয় এসেছে কৃষকদের। দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার হার স্বীকার করতে বাধ্য হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজকে গুরু নানকের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালবেলা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে এসে জানিয়ে দেন, 3 কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের তিনি কাজে ফিরে যেতে অনুরোধ করেছেন। যদিও কৃষকদের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই কথা আইনত কার্যকর হবে, ততদিন পর্যন্ত তাঁরা আন্দোলনের মঞ্চ ছাড়বেন না।

তবে আজ কৃষকদের একটা বড় জয়ের দিন হিসেবেই দেখছেন বিরোধী দলগুলি। ইতিমধ্যেই তৃণমূল থেকে শুরু করে অন্যান্য বিজেপি বিরোধী দল কৃষকদের অভিনন্দন জানিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর বার্তা পৌঁছে দিয়েছেন কৃষকদের উদ্দেশ্যে। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষকদের নিয়ে টুইট করলেন জানিয়ে দিলেন, কৃষকদের শক্তি বৃদ্ধি পায় তাঁদের দীর্ঘ সংগ্রামে, তাঁদের দৃঢ়তা এবং সংকল্পে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাঁদের লড়াই জয় পেয়েছে। বিজেপিকে তাঁরা আসল জায়গা দেখিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করা মাত্রই দেশজুড়ে বিভিন্ন কৃষক সংগঠন থেকে শুরু করে বিরোধীদের নিশানায় এই মুহূর্তে গেরুয়া শিবির। কৃষকদের মধ্যে দিয়েই বিজেপি শক্তি যে দুরুমুশ হল, সেই বার্তাই রয়েছে বিরোধীদের কন্ঠে। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই একই সুরে নিজের বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়।

তবে 3 কৃষি আইন প্রত্যাহার করার পেছনে কেন্দ্রীয় সরকারের আসল উদ্দেশ্য কি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করছেন, সামনে নির্বাচন আসছে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবসহ আরো বেশ কয়েকটি রাজ্যে। আর সে কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহার করে নিলেন। মূলত নির্বাচনে গেরুয়া শিবিরের সাফল্য আনতেই এই সিদ্ধান্ত। তবে একথা কতদূর সত্য তা অবশ্যই প্রমাণ হবে সামনের দিনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!