এখন পড়ছেন
হোম > জাতীয় > বেলা গড়াতেই শুরু উচ্ছ্বাস কৃষকদের, দীর্ঘ আন্দোলন পেল সাফল্য

বেলা গড়াতেই শুরু উচ্ছ্বাস কৃষকদের, দীর্ঘ আন্দোলন পেল সাফল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ লড়াইয়ের শেষে আসলো জয়। এক বছর আগে শুরু হয়েছিল দেশজুড়ে কৃষক আন্দোলন। দিল্লির রাজপথে নেমে এসেছিলেন বিভিন্ন রাজ্যের কৃষক নেতারা। রাজপথকেই তাঁরা ঘরবাড়ি করে নিয়েছিলেন। লক্ষ্য তাঁদের ছিল একটাই, যে-কোনো মূল্যে 3 কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করা সরকারকে। দীর্ঘদিন টালাবাহানার পর আজকে গুরু নানকের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আজ সকালে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে আসেন।

এবং সেখানেই করলেন বড় ঘোষণা। জানিয়ে দিলেন, 3 কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তারপরেই খুশিতে মেতেছে আপামর কৃষক পরিবার সিংঘু এবং গাজীপুর সীমানায়। দীর্ঘ এক বছর যেখানে কৃষক আন্দোলনের দুর্গ তৈরী হয়েছিল, সেই জায়গায় এক লহমায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সকাল থেকে অবশ্য ছবিটা অন্যরকম ছিল। কৃষকরা রাজপথেই ভোরের আলোর উষ্ণতা নিচ্ছিলেন যখন আজ, সেসময় সিংঘু সীমানায় খবর আসে, প্রধানমন্ত্রী 3 কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছেন। তারপরেই ছবিটা বদলে যায় উল্লাসে। বিপুল সংখ্যায় কৃষকরা জমা হতে থাকেন সীমান্ত অঞ্চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সীমানায় মিষ্টি বিতরণ করা হয় কৃষকদের মধ্যে। দীর্ঘ সময় পর তাঁদের লড়াই, তাঁদের আন্দোলন যে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল তা আন্দোলনকারী কৃষকদের দেখলেই বোঝা যাচ্ছে। তবে ইতিমধ্যে কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়ত জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আইন মোতাবেক এই তিন কৃষি আইন প্রত্যাহার হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। সুতরাং বোঝাই যাচ্ছে, প্রধানমন্ত্রীর মুখের কথাই যথেষ্ট নয় কৃষকদের কাছে। অতএব কৃষকদের মন রাখতে গেলে এবার কেন্দ্রীয় সরকারকে আইনের পথে পুরো ব্যাপারটিকে সম্পন্ন করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!