এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই? কি হতে চলেছে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ? জানুন বিস্তারিত

কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই? কি হতে চলেছে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দুপুর পৌনে দুটো নাগাদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেলেন সিবিআইয়ের ৫ জন আধিকারিক। জানা যাচ্ছে ১০ মিনিটের জন্য সেখানে সিবিআইয়ের আধিকারিকেরা ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৮ শান্তিনিকেতন বাড়িতে এভাবে সিবিআইয়ের আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কয়লা পাচার কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা।

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিলেন সিবিআই আধিকারিকেরা। সিবিআইয়ের মহিলা আধিকারিকদের উপস্থিতিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকেরা। নিজাম প্যালেসের পরিবর্তে তাঁর বাড়িতে বসেই জিজ্ঞাসাবাদে ইচ্ছুক আধিকারিকেরা। তাঁর বাড়ির সামনে বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিসি নিরাপত্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর স্ত্রীর নামে নোটিস দিয়েছে সিবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন সিবিআই আধিকারিকেরা। তবে সে সময় বাড়িতে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। মোবাইল ফোনের নম্বর দিয়েছেন সিবিআই আধিকারিকরা। তিনি বাড়ি ফিরলে এই ফোনে যোগাযোগ করার কথা জানানো হয়েছে। তিনি কখন কথা বলতে পারবেন? তা জানতে চেয়েছেন সিবিআই আধিকারিকেরা।

সিবিআই আধিকারিকদের দাবি, অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার তথ্য এসেছে তাদের হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার দুটি ব্যাংক একাউন্ট থেকে অর্থ লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এই অ্যাকাউন্ট গুলির মধ্যে একটি অ্যাকাউন্ট লন্ডন অপরটি অ্যাকাউন্ট ব্যাংককের। এছাড়া একজন মধ্যস্থতাকারীর সন্ধান পাওয়া গেছে।

নিরাজ সিং নামে শ্রীরামপুরের একজন চার্টার অ্যাকাউন্টটেন্ট এই দুই একাউন্টে টাকা ফেলতেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। তিনিও বিনয় মিশ্রের ঘনিষ্ঠ।সিবিআই সূত্রের দাবি, এই দুটি একাউন্টে নিয়মিত লেনদেন চলত। অনুপ মাঝির পাঠানো টাকা কলকাতায় বিনয় মিশ্রের কাছে এসে পৌঁছাত। তারপর সে টাকা পৌঁছে যেত একাধিক প্রভাবশালীর কাছে। তবে এখনো পর্যন্ত ফেরার বিনয় মিশ্র ও অনুপ মাঝি। অনুপ মাঝির সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!