এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের ভোট ম্যানেজার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট কেন্দ্রীয় বিজেপি নেতার

তৃণমূলের ভোট ম্যানেজার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট কেন্দ্রীয় বিজেপি নেতার


লোকসভা নির্বাচনে রাজ্যের তৃণমূলের খারাপ ফলাফল হওয়ার পরই দল জনসংযোগ থেকে বিচ্যুত হয়েছে বলে উপলব্ধি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে দলকে ফের সঠিক পথে আনতে দলের সমস্ত পদাধিকারী নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের জনসংযোগে যাওয়ার নির্দেশ দেন তিনি।

সম্প্রতি এই ব্যাপারে “দিদিকে বলো” নামে একটি কর্মসূচির কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। যেখানে একটি নম্বর এবং একটি ওয়েবসাইট চালু করার পাশাপাশি ঠিক বিজেপির কায়দায় জনসংযোগ প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছাকাছি দলীয় নেতাদের যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বস্তুত, কিছুদিন আগেই রাজ্যে বিজেপি নেতারা জনসংযোগে এসে সাধারণ মানুষের বাড়িতে খাওয়া দাওয়া এবং রাত্রি যাপনের কথা বললে তা নিয়ে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছিল শাসক দলের নেতাদের। কিন্তু এবার ভোটে খারাপ ফলাফলের পর সেই জনসংযোগ হিসেবে বিজেপির কর্মসূচিকেই যেন নকল করতে দেখা গেল তৃণমূলকে।

তবে তৃণমূলের এই জনসংযোগ প্রক্রিয়ায় যাওয়ার যে স্টাইল, তা সম্প্রতি তৃণমূলের ভোটের রননীতিকার হিসেবে নিয়োগ হওয়া প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত বলে দাবি রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই এই ব্যাপারে বিজেপির তরফে একাধিক রাজ্য নেতা গেরুয়া শিবিরকে নকল করে তৃণমূল জনসংযোগে বের হচ্ছে বলে কড়া ভাষায় আক্রমণ করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে একাংশ প্রশ্ন তুলেছে, যে বাংলাকে বিশ্বসেরা বলে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিশমার সাথে অন্য কোনো বঙ্গের রাজনীতিবিদ পেরে ওঠেন না, সেই তাকেই কিনা এবার প্রশান্ত কিশোরের পরামর্শ নিতে হচ্ছে! তাহলে কি মোদী ম্যাজিকে বাংলার মমতা-ম্যাজিক ফিকে হয়ে গেল! আর তাই জনসংযোগই মূল হাতিয়ার হিসেবে উপলব্ধি করে কিছুটা জনসংযোগ থেকে বিচ্যুত হয়ে যাওয়া তৃণমূল নেত্রী প্রশান্ত কিশোরের প্ল্যানে এখন এগোতে শুরু করেছেন!

রাজনৈতিক মহলে যখন এই জল্পনা চলছে, ঠিক তখনই রাজ্যে এসে সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একরাশ প্রশ্ন ছুড়ে দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সহ সভাপতি শিবরাজ সিং চৌহান। সূত্রের খবর, এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিযুক্ত ভোটগুরু প্রশান্ত কিশোরকে টার্গেট করে এই বিজেপি নেতা বলেন, “এই বাংলা সারাদেশকে পথ দেখিয়েছে। সারা বিশ্ব তাকিয়ে দেখছে ভারতের সফল চন্দ্রায়ন অভিযান, যার বৈজ্ঞানিক বাঙালি। অথচ দেখুন দিদিকে অন্য রাজ্য থেকে পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট খুঁজতে হচ্ছে। সত্যিই অবাক লাগছে।”

পাশাপাশি বাংলার বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে প্রশান্ত কিশোর বিজেপির নকল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছেন বলে জানিয়ে দেন শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, “প্রশান্তর থেকে দিদি ভোটে জেতার বুদ্ধি নিচ্ছেন। কিন্তু প্রশান্ত বিজেপির বিস্তারক কর্মসূচিকে টুকে দিদিকে বুদ্ধি দিচ্ছেন। বলছেন, দিদিকে বলো। আরে দিদিকে আর কি বলবেন জনতা! দিদি শুনলে তো বলবেন। জনতা এখন বলছে, দিদিকে ছাড়ো, মোদিকে ধরো।”

সব মিলিয়ে এবার রাজ্যে এসে তৃণমূলের বর্তমান ভোট ম্যানেজার প্রশান্ত কিশোরের রণকৌশল যে বিজেপিরই নকল করা এবং এতে বিজেপির যে কিছুই যায় আসে না, তা প্রমাণ করার চেষ্টা করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!