এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মেদিনীপুরের পর উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল, জেনে নিন!

মেদিনীপুরের পর উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই তৃনমূল কংগ্রেসের অন্দরমহল কাপতে শুরু করেছে। এককালে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক ছিলেন। স্বাভাবিক ভাবেই তিনি তৃণমূলের দখলে না থাকা অনেক জেলাকেই ঘাসফুল শিবিরের দখলে নিয়ে এসেছিলেন।

কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে না দিতেই এখন তৃণমূল তাদের সংগঠনের দিকে নজর দিতে শুরু করেছে মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গ বিভিন্ন জেলায় তৃণমূলের সংগঠনে বদল আনা হচ্ছে। ইতিমধ্যেই মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে শিশির অধিকারীকে সরিয়ে আনা হয়েছে সৌমেন মহাপাত্রকে। যেখানে চেয়ারম্যান করা হয়েছে শিশির অধিকারীকে। আর এবার উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের সংগঠনে করা হল বড়সড় রদবদল।

সূত্রের খবর, আজ তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠনে ব্যাপক রদবদল করা হয়। যেখানে বিজেপির বিপ্লব মিত্রকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয়। আর এতদিন দক্ষিণ দিনাজপুর জেলার চেয়ারম্যান থাকা প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় রাজ্য কমিটিতে। যেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি করা হয়েছে বর্ষিয়ান শংকরবাবুকে।

স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সংগঠন এই ব্যাপক রদবদল এখন নয়া সমীকরণ তৈরি করেছে উত্তরবঙ্গ জুড়ে। তাহলে কি বিজেপিকে আটকাতে দক্ষিণ দিনাজপুর জেলায় কিছুদিন আগে বিজেপি তৃণমূল কংগ্রেসে আসা বিপ্লব মিত্রকে বড় ভরসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়! এখন তা নিয়েই জেলাজুড়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, দক্ষিণ দিনাজপুর জেলার অবিসংবাদিত নেতা বিপ্লব মিত্র। নির্বাচনের আগে যদি তাকে গুরুত্বপূর্ণ পদে বসানো না হয়, তাহলে নির্বাচনে তার প্রভাব পড়তে পারে বলে মনে করেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেই কারণেই সকলকে নিয়ে পথ চলে কাউকে যাতে অখুশি করা না হয়, তার জন্য নির্বাচনের আগে বিপ্লববাবুকে চেয়ারম্যান করে দক্ষিণ দিনাজপুর জেলার সব আসনে জয়লাভ করা যায়, তার বার্তা দিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

অন্যদিকে শংকর চক্রবর্তীর মত বর্ষীয়ান নেতাকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি করে তাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হল বলেই মনে করা হচ্ছে। অনেকে আবার বলছেন, কিছুদিন আগেই এই দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের তিন হেভিওয়েট নেতা নেত্রী শুভেন্দু অধিকারীর পথ ধরে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। স্বাভাবিক ভাবেই ভবিষ্যতে এই জেলার তৃণমূল কংগ্রেসের অনেক নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

সেদিক থেকে প্রথম দিন থেকেই জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন পরিচালনা করতেন, সেই বিপ্লব মিত্রকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করে সকল পক্ষকে নিয়ে সাথে চলার চেষ্টা করা হল বলেই দাবি একাংশের। তবে বিপ্লব মিত্রকে জেলার চেয়ারম্যান করে শংকরবাবুকে রাজ্যে নিয়ে গিয়ে ঐক্য কতটা অটুট রাখতে পারে তৃণমূল কংগ্রেস, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!