এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাতিল হচ্ছে ডিজিটাল রেশন কার্ড? কি করতে হবে এবার? জানুন এখনই

বাতিল হচ্ছে ডিজিটাল রেশন কার্ড? কি করতে হবে এবার? জানুন এখনই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল ডিজিটাল রেশন কার্ডের। এই ঘোষণার পর রাজ্যের সমস্ত মানুষের মধ্যেই ডিজিটাল রেশন কার্ড তৈরির হিড়িক পড়ে যায়। তবে এখনও পর্যন্ত সেই রেশন কার্ড তৈরির কাজ চলছে। সেক্ষেত্রে জানানো হয়েছিল তথ্যদানে জটিলতা এবং অন্যান্য কিছু সমস্যার কারণেই এই বিলম্ব হচ্ছে। তবে এবার ডিজিটাল কার্ডের পরিবর্তে ই-রেশন কার্ড চালু করা হবে বলেই জানান হয়েছে।

বস্তুত, এখনও সকলে হাতে পাননি আগের ডিজিটাল রেশন কার্ড। আর যারা পেয়েছেন সেক্ষেত্রেও অনেকের ক্ষেত্রেই রয়ে গেছে ভুলভ্রান্তি। সেখানে সেই কার্ড ঠিক করার কথা ভাবছেন অনেকে। আর তার মধ্যেই এবার ডিজিটাল রেশন কার্ড তুলে ই-রেশন কার্ড চালু করার কথা জানাল রাজ্য খাদ্য দপ্তর। সেক্ষেত্রে তাঁদের দাবি, মানুষ এতে অনেকটাই উপকৃত হবেন। তবে কিভাবে হবে কাজ?

জানা গেছে, গ্রাহককে খাদ্যদপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ই-রেশন কার্ডের জন্য আবেদন জানিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এবার গ্রাহকের বা আবেদনকারীরা ফোন নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপির মাধ্যমে আবেদনকারীর পরিচয় যাচাই করা হবে। এরপর আবেদনকারী একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর পাবেন। সেইসঙ্গে নির্দিষ্ট নম্বরে একটি পিডিএফ ফর্ম্যাটে রেশন কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গ্রাহককে সেই পিডিএফটি ডাউনলোড করে রাখতে হবে। সেইসঙ্গে প্রয়োজনে মোবাইলে পিডিএফ ফর্ম্যাটে থাকা কার্ডটি রেশন দোকানে দেখালে আপনি কার্ড পেয়ে যাবেন বলেই জানা গেছে। তবে ভাবছেন তো, যদি আপনার ফোনে পিডিএফ ডাউনলোড না করা থাকে তাহলে কি হবে? জানান হয়েছে, যদি পিডিএফে রেশন কার্ডটি ডাউনলোড নাও করা থাকে, তাহলে গ্রাহকের নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরটি রেশন ডিলারকে জানালে তিনি নিজেই তা মিলিয়ে দেখে গ্রাহক সঠিক কিনা তা বুঝতে পারবেন।

যদিও অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, সরকার ভোটের আগে ডিজিটাল রেশন কার্ড বণ্টনের ত্রুটি ঢাকতেই ই-রেশন কার্ডের ব্যবস্থা চালু করেছে। তবে অনেক বিশেষজ্ঞদের মতে, এই ই-রেশন কার্ড চালু করার প্রস্তাব রাজ্য সরকারের একটি ভাল পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। অনেকের মতেই, রেশন নিয়ে দুর্নীতির কথা জানা গিয়েছিল বহুদিন। সেখানে করোনা পরিস্থিতিতে সেই নিয়ে বহুদিন জলঘোলা হয়েছে। সেইসঙ্গে বর্তমানে অনলাইন পরিষেবার দিকে ঝুঁকেছেন বহু মানুষ। তাই এমন পরিস্থিতিতে এই নতুন ব্যবস্থা বেশি গ্রহণযোগ্য হবে বলেই মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!