এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভন-বৈশাখীর জন্য বড়সড় সুখবর বিজেপির তরফ থেকে, জেনে নিন

শোভন-বৈশাখীর জন্য বড়সড় সুখবর বিজেপির তরফ থেকে, জেনে নিন


জল্পনাকে সত্যি করে কদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চ্যাটার্জী। সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী চাটার্জিও।
আর তারপরেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল।

এরপর শোভনের উপর কপি ফেলে রাজ্য সরকার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। মন্ত্রিত্ব ও মেয়র পদ চলে যাওয়ার পর শুধুমাত্র বিধায়ক হিসেবে নিরাপত্তা পেতেন প্রাক্তন মেয়র ,কিন্তু এদিন তৃণমূল সরকার সেই নিরাপত্তা তুলুন তুলে নেওয়ায় জোর জল্পনা ছড়িয়েছিলো প্রাক্তন মেয়রের নিরাপত্তা নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে আগে ভাগেই নিরাপত্তার অভাব বোধ করে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করছিলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। শুধু নিজের নয়, সাথেই বান্ধবী বৈশাখির জন্যই নিরাপত্তা চেয়েছিলেন বলে জানা গেছে।

আর এদিন সেই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। শুধু শোভন চট্টোপাধ্যায় নয়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও পাবেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি পরিদর্শন করে গিয়েছেন। উল্লেখ্য, চার স্তরের কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার তৃতীয়টি হল ওয়াই ক্যাটেগরি। ওয়াই ক্যাটেগরিতে নিরাপত্তার দায়িত্বে থাকেন ১১ জন কম্যান্ডো।

প্রসঙ্গত, প্রোমোটার ও জমি মাফিয়াদের তরফ থেকে তাঁর উপর আক্রমণ হতে পারে এইগোয়েন্দা রিপোর্ট আসার পর থেকেই মমতা সরকার তাঁর নিরাপত্তা বাড়িয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!