এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েট তৃণমূল বিধায়কের করোনা পজেটিভ হতেই পরীক্ষা আরও 2 বিধায়কের! বাড়ছে জল্পনা

হেভিওয়েট তৃণমূল বিধায়কের করোনা পজেটিভ হতেই পরীক্ষা আরও 2 বিধায়কের! বাড়ছে জল্পনা


করোনা ভাইরাস নামটা শুনতে ছোট হলেও, এর প্রভাব অনেকটাই বেশি। এখন এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে প্রত্যেকেই সচেতনতা অবলম্বন করছেন। সামাজিক দূরত্ব পালন করা এখন কার্যত স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে, ততই পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এমতাবস্থায় সম্প্রতি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে তমোনাশবাবুর সঙ্গে কিছুদিন আগেই বাঁকুড়ায় বৈঠক করা দুই বিধায়ককে এবার লালারস নমুনা পরীক্ষার নির্দেশ দিল বাঁকুড়া জেলা প্রশাসন। বস্তুত, গত 19 মে পরিবহন ব্যবস্থা সচল রাখতে বাঁকুড়ার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোতে একটি বৈঠক করেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। যেখানে উপস্থিত ছিলেন নিগমের সদস্য তথা বাঁকুড়ার ওন্দার তৃণমূল বিধায়ক অরূপ খাঁ এবং রানিবাঁধের তৃণমূল বিধায়ক জ্যোৎস্না মান্ডি।

এদিকে বৈঠক করে ফিরে যাওয়ার পরেই তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ অসুস্থ অনুভব করায় তার লালারস পরীক্ষা করার পরেই তার করোনা রিপোর্ট পজিটিভ চলে আসে। যার পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। তবে বৈঠকে বাঁকুড়ার দুই তৃণমূল বিধায়ক তমোনাশবাবুর সঙ্গে উপস্থিত হওয়ায় তাদের শরীরে ভাইরাস বাসা বেঁধেছে কিনা, এখন তা নিয়ে চিন্তা তৈরি হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসনের। আর তাই অবিলম্বে এই দুই বিধায়ককে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই ওন্দার তৃণমূল বিধায়ক বাঁকুড়া মেডিক্যালে তার পরীক্ষা করিয়েছেন। এদিন এই প্রসঙ্গে অরূপবাবু বলেন, “আমার লালারসের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আপাতত কদিন বাইরে বেরোবো না। দলীয় অফিসে বসব।” অন্যদিকে এই ব্যাপারে আরেক তৃণমূল বিধায়ক জ্যোৎস্না মান্ডি বলেন, “ওই দিন আমরা আট-দশজন তমোনাশবাবুর সঙ্গে সামাজিক দূরত্ব মেনে আলোচনায় ছিলাম। তমোনাশবাবু করোনা আক্রান্ত হওয়ায় জেলা প্রশাসন থেকে আমাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। আমার সংস্পর্শে আসা অন্যদেরও নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে এদিন শারীরিক পরীক্ষা করিয়েছি। কারন নানা মানুষের কাছে যেতে হয়। তাই পরীক্ষা করিয়ে নেওয়াটা নিশ্চিত।”

সব মিলিয়ে এক তৃণমূল বিধায়ক বৈঠক করে যাওয়ার পরেই করোনা আক্রান্ত হওয়ায়, সেই বৈঠকে উপস্থিত দুই তৃণমূল বিধায়কের শরীরে যাতে করোনা ভাইরাস বাসা না বাঁধে, তার জন্য আগেভাগেই রিপোর্ট করিয়ে নিল জেলা প্রশাসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!