সবংয়ে বিজেপি প্রার্থী হিসাবে লকেটকে সরিয়ে ভেসে উঠল আরেক নেত্রীর নাম বিশেষ খবর রাজ্য December 2, 2017 সবং উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ইতিমধ্যেই সিপিএম, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু সবং নির্বাচনে জেতার দাবি করলেও এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। আর তাই এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিয়ে জল্পনার অন্ত নেই, কিছুদিন আগেই বিজেপি রাজ্য়নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানান দল চাইলে তিনি সবংয়ে প্রার্থী হতে প্রস্তুত। কিন্তু বর্তমানে সূত্র মারফত জানা যাচ্ছে সবংয়ে উপনির্বাচনে প্রার্থী হিসাবে লকেট চ্যাটার্জী নন প্রথম পছন্দ সবং লাগোয়া পিংলার বাসিন্দা অন্তরা ভট্টাচার্য। তিনি একসময় বামফ্রন্টের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, পরবর্তী কালে গেরুয়া শিবিরে নাম লেখান। জেলায় তিনি অত্যন্ত দক্ষ সংগঠক হিসাবেই পরিচিত। বিজেপি সূত্রের খবর, দলের তরফে সবং নির্বাচনের দায়িত্ত্ব কাঁধে তুলনা নেওয়া মুকুল রায়ও অন্তরাদেবীর নামে সহমত পোষন করেছেন, দু-একদিনের মধ্যেই সরকারি ভাবে অন্তরা ভট্টাচার্যের নাম ঘোষণা করা হতে পারে বিজেপির পক্ষ থেকে। আপনার মতামত জানান -