গুজরাট নির্বাচনে বড়সড় চমক দিতে চলেছেন মোদী-অমিত জাতীয় বিশেষ খবর November 16, 2017 আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে বড়সড় চমক দিতে চলেছে নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটি। সূত্রের খবর এই নির্বাচনে বিজেপি মোট ৪১ জন বর্তমান বিধায়ককে আর টিকিট দেবে না, এরমধ্যে আবার ৬ জন মন্ত্রী আছেন। কিন্তু কাদের নিয়ে আসা হবে এবং কেনই বা এঁদের বাদ দেওয়া হবে তা নিয়ে তা নিয়ে বিশদে কিছু জানা যায় নি। তবে যা জানা যাচ্ছে, তবে ১৮২টি আসনের বিধানসভার প্রার্থীদের মধ্যে ১৫০ জন বিজেপি প্রার্থীর নাম আগামী দু’দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে। নরেন্দ্র মোদী নিজে অমিত শাহের সঙ্গে বসে প্রার্থী তালিকা তৈরি করছেন, আর তাই চরম আতঙ্কে ভুগছেন বর্তমান বিধায়করা। কেননা এর আগে নরেন্দ্র মোদী ২০০৭ সালে মোদি ৪৭ জন বিধায়ককে টিকিট দেননি আর ২০১২ সালে টিকিট পাননি ৩০ জন বিধায়ক। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা রাহুল গান্ধীর নেতৃত্বে হার্দিক প্যাটেল, জিগ্নেশ মেবাণী, অল্পেশ ঠাকুরের জোট যে ভাবে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাতে বেশি টিকিট কাটতে পারবেন না মোদি, বিক্ষুব্ধের সংখ্যা বাড়ানোর ঝুঁকি নিতে পারবেন না তিনি। তবে আগামী দুদিনেই চিত্রনাট্যটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে সংশ্লিষ্ট সব মহলের ধারণা। আপনার মতামত জানান -