দুই দেহরক্ষী সহ বিজেপিনেতাকে গুলি করে হত্যা, তীব্র চাঞ্চল্য জাতীয় বিশেষ খবর November 16, 2017 দুই দেহরক্ষী সহ বিজেপিনেতাকে গুলি করে হত্যা, তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনায়। সূত্র মারফত জানা যাচ্ছে, আজ সন্ধ্যায় নিজের গাড়িতে করে যাচ্ছিলেন গ্রেটার নয়ডার বিজেপি নেতা শিব কুমার। তিনি স্থানীয় বিসরাখ এলাকার তিগরি গ্রামের প্রধান ছিলেন। ওই সময় অজ্ঞাতপরিচয় দুই আততায়ী মোটরবাইকে চেপে শিব কুমারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ফলে নিয়ন্ত্রণ হারান গাড়ির ড্রাইভার, কাছেই একটি ডিভাইডারের গায়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি। শিব কুমারের সঙ্গে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তাঁর দুই দেহরক্ষী। আপনার মতামত জানান -