এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশের বিধানসভায় হেরে গেলে কি হাল হবে তৃণমূল নেতাদের ফাঁস করে দিলেন খোদ অনুব্রত মন্ডল!

একুশের বিধানসভায় হেরে গেলে কি হাল হবে তৃণমূল নেতাদের ফাঁস করে দিলেন খোদ অনুব্রত মন্ডল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে রাজ্যের শাসক দল তৃণমূল প্রেস্টিজিয়াস ফাইট হিসেবে দেখছে। কেননা রাজ্যকে গেরুয়া চাদরে মুড়ে দিতে তৎপর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গত লোকসভা নির্বাচনে অভূতপূর্ব করেছিল বিজেপি। সম্প্রতি রাজ্যের নানা স্থানে নিজেদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে বিজেপি। তাই আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের শাসন ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আগামী বিধানসভা নির্বাচনে জেলায় দলের সাফল্য ধরে রাখতে রাত – দিন এক করে দিচ্ছেন।

জেলার প্রতিটি বুথে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করছেন তিনি। গতকাল সাঁইথিয়ার ফুলুর, হরিসরা, দেরিয়াপুর অঞ্চলের বুথ সম্মেলন অনুষ্ঠিত হলো। গতকাল সাঁইথিয়া হাই স্কুল প্রাঙ্গনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গতকালের এই সম্মেলনে অনুব্রত মণ্ডল স্পষ্ট জানিয়ে দিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে পরাজিত হলে পদ থেকে অপসারিত করে দেওয়া হবে। প্রসঙ্গত গত কালের এই বুথ সম্মেলনে ফুলুর, হরিসরা, দেরিয়াপুর অঞ্চলের বেশকিছু বুথে গত লোকসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের পিছিয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলেন অনুব্রত মণ্ডল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত নির্বাচনে দলের ব্যর্থতার কারণ হিসেবে দলের অনেক নেতা-কর্মী নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে স্বীকার করে নিলেন। তবে বেশ কিছু বুথ সভাপতি জানালেন যে, ইতিপূর্বে দলে গোষ্ঠী কোন্দল থাকলেও, সম্প্রতি আর তা নেই। আবার বেশ কিছু বুথ সভাপতি জেলা সভাপতিকে জানালেন যে, পূর্বের বিধানসভা ও লোকসভা নির্বাচনের তুলনায় আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভালো ফলের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তাঁরা। গতকালের এই কর্মীসভায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতাকর্মীদের আরো বেশি করে মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিলেন। জনসংযোগ বাড়াতে ও বারবার করে মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন তিনি।

দলের মহিলা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শাসক দলের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা প্রচার করার নির্দেশ দিলেন তিনি। গতকালের এই কর্মীসভায় দেরিয়াপুরের জনৈক বুথ সভাপতিকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে, শেষ কথা বলার একমাত্র অধিকারী হল দল। তিনি আরও জানালেন যে, আগামী নির্বাচনে পরাজিত হলে পদ থেকে অপসারিত করে দেয়া হবে। বীরভূম জেলা শাসকদল তৃণমূলের শক্তিশালী গড় হিসেবে পরিচিত হলেও, সম্প্রতি সেখানে বিজেপিও যথেষ্টভাবে শক্তি বৃদ্ধি করেছে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল সফল হলেও, বেশ কিছু স্থানে অনেকটা এগিয়ে গিয়েছিল বিজেপি।

আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি চমকপদ ফল করতে পারে বলে আশঙ্কা আছে তৃণমূলের। এ কারণেই আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাড়তি নজর দিচ্ছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিচ্ছেন তিনি, সেই সঙ্গে নির্দেশ দিচ্ছেন জনসংযোগ বাড়িয়ে তুলতে ও গণভিত্তিকে মজবুত করতে। আবার এর সঙ্গেই কখনো কখনো দিচ্ছেন একাধিক হুঁশিয়ারি। সব নিয়েও স্বমহিমায় তৃণমূলের এই দাপুটে নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!