এখন পড়ছেন
হোম > অন্যান্য > আন্দামানে ঘনীভূত নিম্নচাপ? পুজোর মরশুম কেমন হবে দীঘা থেকে দার্জিলিং? কি বলছে আবহাওয়া দপ্তর?

আন্দামানে ঘনীভূত নিম্নচাপ? পুজোর মরশুম কেমন হবে দীঘা থেকে দার্জিলিং? কি বলছে আবহাওয়া দপ্তর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছে কলকাতাবাসী। দুপুরের চড়া রোদ দেখে অনেকেরই চৈত্র বৈশাখ মাসের কথা মনে পড়ে যাচ্ছে। হাঁসফাঁস গরমে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এক মুহূর্তও। তবে এই নিয়ে কি বলছে আলিপুর আবহাওয়া অফিস? দেখে নেওয়া যাক

আন্দামান সাগরের কাছে গতকাল একটি নিম্নচাপ তৈরি হয়েছিল বলে জানা গিয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে। তবে আদৌ সেটা কতটা প্রভাবশালী হবে বা রাজ্যে তার প্রভাব কতটা পড়বে, সেই নিয়ে আজ পর্যন্ত কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। আর তাই স্বাভাবিকভাবেই যে গরম এবং বাতাসে আদ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া যে পিছু ছাড়তে রাজি নয় একথা বলাই বাহুল্য। অন্যদিকে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হয়নি।

তবে দক্ষিণের জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বস্তুত আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। গত কয়েকদিন ধরে যেভাবে গরম বাড়তে শুরু করেছে এবং বাতাসের আদ্রতা জনিত অস্বস্তিতে মানুষের নাজেহাল হবার অবস্থা, তাতে ভারী বৃষ্টির প্রয়োজন ছিল বলেই মনে করছেন অনেকে।

কিন্তু অন্যদিকে পুজোর আগে ভারী বৃষ্টি হলে সমস্যায় পড়তে দেখা যেত পুজো উদ্যোক্তা থেকে শুরু করে দর্শনার্থীদের। তবে তাদের সকলকে স্বস্তি দিয়ে আপাতত পুজোর আগে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে এবং সঙ্গে এটাও বলা হয়েছে যে যদিও বা বৃষ্টি হয়, তবে তার পরিমাণ খুব অল্প হবে। ফলে এখনই উৎসবে বড় কোনো বাঁধ সাধবে না বিরূপ প্রকৃতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, বুধবার দক্ষিণের জেলাগুলিতে এবং অন্যান্য অনেক জেলাতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকই। যেখানে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা হয় ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বালুরঘাটে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং ব্যারাকপুরে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস হয় সর্বনিম্ন তাপমাত্রা। যা বস্তুত স্বাভাবিক বলেই জানা যায়।

অন্যদিকে এটা বহরমপুরে হয় ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং-এ ২৮ ডিগ্রি সেলসিয়াস, দিঘাতে ২৭ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে হয় ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে প্রতি ক্ষেত্রেই আদ্রতা জনিত অস্বস্তি লক্ষ্য করা যায়।

এছাড়া আজ, আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গেছে। অন্যদিকে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গেছে।

সেই সঙ্গে আজ সকাল পর্যন্ত ব্যারাকপুর, কলাইকুন্ডা, ডায়মন্ড হারবার, বর্ধমান দিঘা ও হলদিয়ায় বৃষ্টির খবর পাওয়া গেছে। সেখানে দীঘাতে বৃষ্টির পরিমান ৩২.২ মিলিমিটার, হলদিয়াতে ৮.২ মিলিমিটার, ব্যারাকপুরে ৪.০ মিলিমিটার, কলাইকুন্ডাতে ০.৮ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ১৪.৬ মিলিমিটার এবং বর্ধমানে ১.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!