এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঝুপড়িবাসীদের উচ্ছেদ, তৃণমূলের বিক্ষোভে চাপে রেল কর্তৃপক্ষ!

ঝুপড়িবাসীদের উচ্ছেদ, তৃণমূলের বিক্ষোভে চাপে রেল কর্তৃপক্ষ!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিভিন্ন সময় রেলের বিরুদ্ধে উচ্ছেদের অভিযোগ তুলে সরব হতে দেখা গেছে বিভিন্ন এলাকার তৃণমূল নেতৃত্বকে। রেলের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে কখনও অবরোধ, আবার কখনও বা বিক্ষোভ দেখিয়ে উত্তপ্ত হয়েছে বিভিন্ন স্টেশন চত্বর। আর এবার সেই ঘটনার ছায়া দেখা গেল টিটাগর এলাকায়। যেখানে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে টিটাগড় স্টেশনের পাশে দীর্ঘদিন ধরে থাকা ঝুপড়ির মানুষকে উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হয়। আর তারপরেই গোটা ঘটনায় প্রতিবাদ জানাতে শুরু করে তৃণমূলের নেতা-কর্মীরা। স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরবর্তীতে তৃণমূলের আপত্তির জেরে নিজেদের এই উচ্ছেদ অভিযান থেকে সরে আসে রেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই টিটাগর স্টেশনের পাশে ঝুপড়ি এলাকায় বাস করছেন বহু মানুষ। তবে সম্প্রতি আরপিএফের পক্ষ থেকে ঝুপড়িবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি সেই এলাকা থেকে সাধারণ মানুষকে উচ্ছেদ করার কাজও শুরু করে রেল কর্তৃপক্ষ। আর তারপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যেখানে তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনায় বাধা দিয়ে এলাকাবাসীদের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে অবশ্য উচ্ছেদ করার চেষ্টা থাকলেও, তৃণমূলের এই বিক্ষোভ এবং আপত্তির কারণে সেই উচ্ছেদ প্রক্রিয়া থেকে নিজেদেরকে সরিয়ে নেয় আরপিএফের কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এর আগে বিভিন্ন ক্ষেত্রে রেলের সঙ্গে শাসকদলের সংঘাত সামনে এসেছে। আর এবার টিটাগর এলাকায় ঝুপড়িবাসীদের উচ্ছেদ করার ঘটনার প্রতিবাদ করে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ নয়া নজির সৃষ্টি করল। এর ফলে রেলের সঙ্গে শাসকদলের সংঘাত যে আরও বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। তবে সাময়িকভাবে তৃণমূলের এই বিক্ষোভে আইপিএফ উচ্ছেদ করা থেকে বিরত থাকলেও, ভবিষ্যতে এই বিষয় নিয়ে এলাকা আরও উত্তপ্ত হতে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!