এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শহরে প্লাস্টিকের দুধ – জাল ভাঙতে কড়া পদক্ষেপের পথে পুলিশ

শহরে প্লাস্টিকের দুধ – জাল ভাঙতে কড়া পদক্ষেপের পথে পুলিশ


প্লাস্টিকের দুধের খবরে খবরে চাঞ্চল্য ছড়ালো উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। শনিবার সকালে জেলার  কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র শান্তিকলোনি নিবাসী এক গৃহস্থ পার্শ্ববর্তী সীতা মোড় থেকে দুধ কিনে বাড়ি যান। বাড়িতে ঐ দুধ জাল দেওয়ার সময়ে দেখা যায় সেই দুধের মধ্যে থেকে প্লাস্টিক বের হচ্ছে। এই খবর জানাজানি হতেই গোটা শহর জুড়ে হইহই পড়ে যায়।

জানা যাচ্ছে শহরের শান্তি কলোনির তুবাই সিংহ এদিন সকালে সীতা মোড় থেকে ভালো দুধ মনে করে এক প্যাকেট দুধ কিনে নিয়ে বাড়ি যান। বাড়িতে তুবাই বাবুর স্ত্রী দুধ জাল দেওয়ার সময়েই বিপত্তি ঘটে। দেখা যায় জাল দেওয়ার সময়ে দুধ যতই ঘন হতে থাকে ততই প্লাস্টিক বের হতে থাকে। এদিকে এই চাঞ্চল্যকর তথ্য সম্পর্কে স্থানীয় কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল অবগত হতেই তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোন। ঘটনার সত্যতা যাচাই করে পুরসভার চেয়ারম্যান কালিয়াগঞ্জ থানায় ঘটনাটি জানান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এরপরে কালিয়াগঞ্জ থানার এস আই রামপদ ঘোষ  শান্তিকলোনির তুবাই সিংহের বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা নিজে চোখে দেখে ঐ দুধের নমুনা সংগ্রহ করেন। পুলিশ তদন্তের কাজ শুরু করে দিয়েছে বলে জানালেন কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্রবিকাশ রায় । দুধে ভেজালকারীকে ধরার জন্যে পুলিশ বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল সমস্ত ঘটনা নিজে চোখে দেখে ব্যক্তিগত প্রতিক্রিয়ায় বললেন, “কালিয়াগঞ্জ শহরে এই ধরণের ঘটনা বড়ই দুঃখ জনক।যে দুধের উপর আমাদের পরিবারের শিশুদের জীবন নির্ভর করে সেই দুধ  প্লাস্টিক দিয়ে তৈরী হচ্ছে কালিয়াগঞ্জের মত শহরে যা ভাবাই যায়না।” একই সাথে এলাকার সাধারন মানুষকে আশ্বস্ত করে বললেন এখন থেকে কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে প্রতিটি দুধের বাজারে বিশেষ নজরদারি রাখা হবে ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!