এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সমস্ত লজ্জার সীমা হারিয়েছে মমতা সরকার! বিরোধী কটাক্ষে জেরবার রাজ্য!

সমস্ত লজ্জার সীমা হারিয়েছে মমতা সরকার! বিরোধী কটাক্ষে জেরবার রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পৌরসভা নিয়োগ দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে আবার আদালতে যাচ্ছে রাজ্য সরকার। যেখানে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে তারা। আর এই পরিস্থিতিতে বারবার হোঁচট খাওয়ার পরেও কেন রাজ্য আদালতে যাচ্ছে, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তিনি তুলে ধরার চেষ্টা করলেন যে, রাজ্য সরকারের লাজলজ্জা বলতে আর কিছুই নেই।

 

প্রসঙ্গত উল্লেখ্য, পৌরসভার নিয়োগ দুর্নীতির ঘটনায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে বেঞ্চ বদল হলেও বিচারপতি অমৃতা সিনহাও সেই নির্দেশ বহাল রেখেছেন। আর তার বিরুদ্ধেই এবার রাজ্য সরকারের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেই ব্যাপারেই রাজ্যকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিন এই প্রসঙ্গে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, “কতবার আর কোর্টে যাবে! ডান কানে মলা খাচ্ছে বা কানে মলা খাচ্ছে। গালে বারবার থাপ্পর খাচ্ছে। তারপরেও লজ্জা নেই। সমস্ত লাজলজ্জার সীমা অতিক্রম করে গিয়েছে।” বিশেষজ্ঞদের মতে, একের পর এক সিবিআই তদন্তের নির্দেশে কার্যত ব্যাকফুটে রাজ্য। দুর্নীতির গভীর পর্দাফাঁস হতে শুরু করেছে। তাই পৌরসভা নিয়োগ দুর্নীতির ঘটনায় যাতে সিবিআই তদন্ত না হয়, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েই এবার আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। তবে আদালত রাজ্যের আবেদন শুনে কি নির্দেশ দেবে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। কিন্তু তার আগেই যেভাবে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে প্রবল আক্রমণে বিদ্ধ করলেন, তাতে নবান্ন কিছুটা হলেও অস্বস্তির মুখে পড়ে গেল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!