এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিচারব্যবস্থার ওপর দাদাগিরি! কুনালের এই মন্তব্যে শোরগোল রাজ্যে!

বিচারব্যবস্থার ওপর দাদাগিরি! কুনালের এই মন্তব্যে শোরগোল রাজ্যে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মাঝেমধ্যেই বিচার ব্যবস্থা নিয়ে তৃণমূল নেতাদের মন্তব্যে শোরগোল পড়েছে রাজ্যে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস করতে একের পর এক নির্দেশ দিয়েছেন, তখন তাকে ঘুরিয়ে কটাক্ষ করেছে শাসক শিবির। আর এবার কাকে কখন জেরার জন্য ডাকা হবে, সেটাও কি ঠিক করে দেবেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ! ইতিমধ্যেই সেই কুনাল বাবুর একটি মন্তব্য নিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীদের মধ্যে।

বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়িতে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া প্রসন্ন রায়ের দলিল পাওয়া গিয়েছে। তবে প্রসন্নবাবু জানিয়ে দিয়েছেন, সেই দলিল অরিজিনাল নয়। আর সেই পরিপ্রেক্ষিতেই মন্তব্য করতে গিয়ে দলিল যাই হোক কেন, দিলীপ ঘোষকে গ্রেফতার করা হচ্ছে না কেন, তাকে ছাড় দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে কি বিচারব্যবস্থার দিকেই আঙ্গুল তুলে দিলেন তৃণমূলের কুনাল ঘোষ!

প্রসঙ্গত, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। যেখানে তিনি বলেন, “দিলীপ ঘোষ কেন ছাড় পাবেন! তার বাড়িতে প্রসন্ন রায় দলিল পাওয়া গিয়েছে। সে দলিল অরিজিনাল হোক বা যাই হোক, তাকে কেন গ্রেফতার করা হবে না! পার্থ চট্টোপাধ্যায়কে যদি বলা হয়, পাঁচটার মধ্যে জেরার মুখোমুখি হতে হবে, তাহলে দিলীপ ঘোষের ক্ষেত্রে কেন সেই নির্দেশ দেওয়া হয় না! তিনি বিজেপি নেতা বলে ছাড় পেয়ে যাবেন!”

আর কুনাল ঘোষের এই মন্তব্যে উঠছে প্রশ্ন। অনেকে বলছেন, এতো চরম ঔদ্ধত্য! কাকে কখন জেরা করা হবে, এবার কি সেটাও ঠিক করে দেবেন তৃণমূলের নেতারা! পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করবার জন্য ডেকে পাঠানো হয়েছে এবং সময়সীমা দেওয়া হয়েছে আদালতের নির্দেশে। সেদিক থেকে কুনাল ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিয়ে যে কথা বললেন, তা তো এক প্রকার আদালতের উপর চাপ সৃষ্টি করা, অন্তত তেমনটাই বলছে সমালোচক মহল।তবে কুনাল ঘোষের এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।

বিরোধীদের দাবি, যিনি দীর্ঘদিন চিটফান্ডের মামলায় জেল খেটে এসেছেন, তার মুখ থেকে এই ধরনের কথা মানায় না। আদালত নিয়োগ দুর্নীতির ঘটনায় পর্দাফাঁস করছে, তাই অস্বস্তি ঢাকতে এই ধরনের কথা বলছেন কুনাল ঘোষ। তবে তারা যত এই ধরনের কথা বলবেন, ততই মানুষ তাদের বুজরুকি ধরে ফেলবেন। স্বভাবতই কুনাল ঘোষের বক্তব্য নিয়ে এবার যে তীব্র চাপানোতর তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!