এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রী পদ নিয়েও কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা! তথ্যফাস করলেন এই হেভিওয়েট!

মুখ্যমন্ত্রী পদ নিয়েও কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা! তথ্যফাস করলেন এই হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে সিভিক পুলিশ নিয়োগের পর থেকেই সরকারকে কটাক্ষ করছে বিরোধীরা। মাঝেমধ্যেই রসিকতা করে বিরোধীদের পক্ষ থেকে বলা হয়, এই সরকার হয়তো দুদিন পর সবকিছুতেই সিভিক নিয়োগ করবে। সম্প্রতি একটি বৈঠকে ডিপ্লোমা কোর্সের মধ্যে দিয়ে চিকিৎসক তৈরি করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যানিয়ে ব্যাপক বিতর্ক হয়। যদিও বা পরবর্তীতে বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, এই পদ্ধতি কোনোমতেই সম্ভব নয়। আর এই পরিস্থিতিতে এবার সেই বিষয় নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

 

সূত্রের খবর, এদিন এই বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে অপ্রকৃতস্ত মনোভাবের পরিচয় দিয়েছেন। ওনাকে নার্ভের ওষুধ সাজেস্ট করা উচিত। এরপর হয়তো মুখ্যমন্ত্রী বলবেন, এই রাজ্য সহ সব রাজ্যে সিভিক মুখ্যমন্ত্রী নিয়োগ করা উচিত।” বিরোধীদের দাবি, হাস্যকর হলেও একদম যুক্তিসঙ্গতই কথা বলেছেন সুকান্তবাবু। কারণ যেভাবে মুখ্যমন্ত্রী সব ক্ষেত্রেই সিভিক নিয়োগ করতে চাইছেন, তাতে অদূর ভবিষ্যতে তিনি যদি মুখ্যমন্ত্রী পদের ক্ষেত্রেও সিভিক মুখ্যমন্ত্রী নিয়োগ করতে চান, তাহলে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সব দিক থেকেই রাজ্যের সর্বনাশ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই কটাক্ষ বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!