এখন পড়ছেন
হোম > রাজ্য > 36 হাজার নয়, রায় সংশোধন করে নয়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর!

36 হাজার নয়, রায় সংশোধন করে নয়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি প্রাথমিকে প্রায় ৩৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই নির্দেশকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার নিজের দেওয়া রায় সংশোধন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানে সংখ্যাটা ৩৬ হাজার নয়, ৩২ হাজার বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন নিজের দেওয়া রায় সংশোধন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি তিনি ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক, শিক্ষিকার চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। যেখানে তাদের অপ্রশিক্ষিত বলার পাশাপাশি অ্যাপিটিউড টেস্ট ছাড়াই তাদের নিয়োগ হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার সেই রায়ের ক্ষেত্রে কিছুটা বদল আনলেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি সেই রায় সংশোধন করে জানিয়ে দেন যে, চাকরি বাতিলের যে সংখ্যাটা ৩৬ হাজার ছিল, সেটা ৩২ হাজার হবে। আর রায় সংশোধনের পরেই নানা মহলে শোরগোল পড়ে গিয়েছে। অনেকে বলছেন, সংখ্যাটা হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে। তবে দুর্নীতি যে অনেক গভীরে পৌঁছে গিয়েছে, তা প্রমাণিত। তবে বিচারপতির এই রায় সংশোধনের বিষয়টি নিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জল কোন দিকে গড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!