এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল না করলে বিক্ষুব্ধদের ‘ওষুধ’ দিতে নির্দেশ হেভিওয়েট তৃণমূল সাংসদের, শুরু তীব্র বিতর্ক

তৃণমূল না করলে বিক্ষুব্ধদের ‘ওষুধ’ দিতে নির্দেশ হেভিওয়েট তৃণমূল সাংসদের, শুরু তীব্র বিতর্ক

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাকমুহুর্তে দেখা যাচ্ছে, শাসক দলের অন্দরে কিন্তু ক্রমশ চির বাড়ছে। বহু নেতাকর্মী এখন বিক্ষুব্ধ দলে নাম লিখিয়েছেন। যথারীতি বিরোধীপক্ষও সেই সুযোগ নেবার আশায়। কিন্তু তার আগেই এবার তৃণমূলের অন্যতম সাংসদ তথা চিকিৎসক মানস ভুঁইয়া তৃণমূলের বিক্ষুব্ধদের উদ্দেশ্যে যে মন্তব্য করলেন, তা কিন্তু রীতিমতো সমালোচনার আসর জমিয়ে দিয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি সবং এর বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া দলের বিক্ষুব্ধদের প্রয়োজনীয় ‘ওষুধ’ দেবার কথা বললেন। বিতর্ক শুরু হয়েছে যারা বিক্ষুব্ধ হয়েছেন, তাঁদের কি ‘ওষুধ’ দেওয়া হবে তাই নিয়ে।

মূলত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে দলের অভিমানীদের মান ভঙ্গের কথাই বলেন এদিন মানস ভুঁইয়া। মঙ্গলবার বিকেলে সবং এর ভেমুয়ার এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মানস ভুঁইয়া। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গীতা ভুঁইয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি হাজরা বিবি, কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স প্রমুখ। একুশের বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে এদিন মানস ভুঁইয়া দলের অভিমানীদের আবার দলে সক্রিয় হওয়ার ডাক দেন এবং দলে ফিরে আসতে বলেন। কিন্তু যারা এখনো পর্যন্ত দলের ডাকে সাড়া দেয়নি, তাঁদের জন্য রাজ্যসভার তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া এদিন অলিখিত ওষুধের নিদান দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত মানস ভুঁইয়া এদিন বিক্ষুব্ধদের উদ্দেশ্যে জানিয়েছেন, তারা বিজেপিতে যাবেন না সিপিএমে যাবেন নাকি টিএমসিতেই থাকবেন কি থাকবেননা- সে কথা যেন স্পষ্ট করে জানিয়ে দেন। কিন্তু তারপরেই মানস ভুঁইয়া বিতর্ক জাগিয়ে বলেন, ‘ওষুধ’ আছে এসবের জন্য তাঁদের হাতে। কি ‘ওষুধ’ তা নিয়ে অবশ্য বিস্তারিত তিনি কিছু বলেননি। অন্যদিকে এদিন বিজয়া সম্মেলনের প্রথমেই সবংয়ের পূর্বাঞ্চলের মোহাড়, বিষ্ণুপুর, ভেমুয়া এলাকায় যেভাবে মদ্যপদের উপদ্রব বেড়ে চলেছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এক্ষেত্রে ভোটের পরোয়া না করে এলাকার মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কর্মীদের উদ্দেশ্যে মানস ভুঁইয়া জানান, ভোটের পরোয়া না করে মদের বেআইনি কারবার বন্ধ করতে হবে। সে ক্ষেত্রে মদ্যপদের কোনভাবেই দলের কর্মী করা যাবে না। মাতালদের ভোটের কোনো প্রয়োজন নেই বলেই তিনি মন্তব্য করেন। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিভিন্ন কারণে তৃণমূল শিবিরের অন্তর্দ্বন্দ্ব প্রকট হচ্ছে বেশি। অনেকেই বিভিন্ন কারণে তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে প্রয়োজন বিক্ষুব্ধদের কাছে টানা, তাঁদের কথা শোনা। কিন্তু সেখানে মানস ভুঁইয়া যেভাবে ‘ওষুধের’ বন্দোবস্ত করলেন তা কিন্তু একপ্রকার হুমকি বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিক্ষুব্ধদের পাশে পাওয়া তো দূর অস্ত, এবার কিন্তু তারা দলবদল করতেও পিছপা হবেন না বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!