এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আলাপন কান্ড আবার বিতর্কের শীর্ষে, কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূলের হেভিওয়েট

আলাপন কান্ড আবার বিতর্কের শীর্ষে, কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূলের হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। কিছুকাল আগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র রাজ্যের টানাটানির মধ্যে পড়তে হয়। অবশেষে তিনি ইস্তফা দেন। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিজের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন। এরপর থেকেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক কেন্দ্রীয় পদক্ষেপ বিতর্ক বাড়িয়ে তুলেছে। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা করছেন রাজ্যের শাসকদলের হেভিওয়েটরা। প্রসঙ্গত করোনা আবহে আলাপন বন্দ্যোপাধ্যায়কে তিন মাস এক্সটেনশনের আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন মঞ্জুর হয়ে গেলেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ট্রান্সফার করে দেওয়া হয়। এবং তাঁর পেছনের কারণ হিসেবে জানা যায় ইয়াস দুর্যোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁর অনুপস্থিতি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আদেশ বিনা তিনি যে বৈঠকে থাকতে পারবেন না সে কথা সকলেরই জানা। কিন্তু কেন্দ্রীয় কর্মীবর্গের পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। আর তাই নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণ এক্ষেত্রে মূল অভিযোগ হিসাবে সামনে আনা হয়েছে।

অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র যেভাবে হেনস্থা করে চলেছে এখনো পর্যন্ত, তাই নিয়ে সম্প্রতি সাংবাদিক বৈঠক করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে বারবার বিব্রত করে রাজ্য সরকারের ওপর প্রতিশোধ নিতে চাইছে। একইসাথে তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার নিয়ম অনুযায়ী একজন রাজ্যের প্রশাসনিক আধিকারিক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিনা তার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এমনকি কেন্দ্র তাঁকে কোনো দায়িত্ব দিতে চাইলেও রাজ্য সরকারকে আগে জানাতে হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সৌগত রায় দাবি করেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভাবা হয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বৈঠক যাবেন। কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগদান করতে পারেননি, তা কিন্তু আগেই জানানো হয়েছিল বলে দাবি করেন তৃণমূল সাংসদ। অন্যদিকে সোমবার কেন্দ্রীয় কর্মীসভার পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যথারীতি এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের সৎ আমলাদের কোনভাবেই কাজ করতে দেওয়া হচ্ছেনা। অন্যদিকে সদ্যই আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাতৃবিয়োগ হয়েছে।

সেই পরিস্থিতিতে এবার তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপকে কেন্দ্রীয় সরকারের নিষ্ঠুর আচরণের নাম দিলেন সৌগত রায়। পাশাপাশি তিনি দাবি করেছেন, যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে। এক্ষেত্রে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন সৌগত রায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমস্ত ঘটনার জন্য দায়ী করলেন। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় শাস্তির পরিপ্রেক্ষিতে পাল্টা কি ব্যবস্থা গ্রহণ করছেন, তা এখনো জানা যায়নি। তবে রাজনৈতিকভাবে তাঁর পাশে যে শাসকদল দাঁড়াবে, সে কথা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!