এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > শুভেন্দু গড়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে সিপিআইএম, জোর জল্পনা রাজ্যে

শুভেন্দু গড়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে সিপিআইএম, জোর জল্পনা রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পরিবর্তনের হাওয়ায় বাম জমানার অবসান শেষে পূর্ব মেদিনীপুর জেলাতে ক্রমেই জমি হারিয়ে ফেলেছিল বামপন্থীরা। বাম সরকারের আমলে 2007 সালে নন্দীগ্রামে সালিম গোষ্ঠীর কেমিক্যাল হাবের জন্য 14 হাজার একর জমি নিয়ে শুরু হয় আন্দোলন। আর সেই আন্দোলনের ধারক-বাহক হয়ে ওঠে তৎকালীন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। জমি আন্দোলনের মধ্য দিয়েই বাংলায় যে পরিবর্তনের ইতিহাস রচিত হয়েছিল সেকথা সবার জানা।

এক কথায় সিঙ্গুর আন্দোলনের পর তৎকালীন বাম সরকারের কফিনে নন্দীগ্রাম আন্দোলন শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। এরপর একে একে অনেকগুলি বছর পেরিয়ে গেছে। অনেকেরই মত, রাজ্য রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিকতা হারিয়েছে বাম শিবির। বরং তার জায়গায় উঠে এসেছে রাজ্য বিজেপি শিবির। এহেন সবুজ গেরুয়া আবহে কিন্তু হারিয়ে যাওয়া নন্দীগ্রামে আবারো শোনা যাচ্ছে বাম স্লোগান ইনকিলাব জিন্দাবাদ।

2019 এর লোকসভা নির্বাচনের পর নন্দীগ্রামের সিপিএমের অফিস পুনরায় চালু হয়। রাজনৈতিক মহলে নন্দীগ্রামে সিপিএম এর অফিস আবার চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হয়। একাধারে 2019 এর লোকসভা নির্বাচনের পর যেভাবে রাজ্যজুড়ে বিজেপি শিবিরের রমরমা শুরু হয়েছে তা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে শাসক শিবিরে বলে মনে করা হচ্ছে। কিন্তু ঠিক একই সময়ে বাম শিবির ব্লক পর্যায়ে ব্যাপকভাবে সমাজ কল্যাণকর কাজের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে অনেক বেশি যোগাযোগ গড়ে তুলছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঠিক এইভাবেই গত কয়েক মাস ধরে বাংলার বুকে বাম শিবির বিভিন্নভাবে কমিউনিটি রান্নাঘর, নিখরচায় রেশন দেওয়া ও সবজির বাজার এর আয়োজন করা, শিক্ষার্থীদের পড়াশোনা এবং জামা কাপড়ের জন্য কিট বিতরণের মাধ্যমে বাম দলীয় ক্যাডাররা সাধারণ মানুষের সাথে ক্রমাগত যোগাযোগ বাড়িয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাম শিবির বর্তমানে আওয়াজ তুলেছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে।

একাধারে যেরকম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বামেরা আওয়াজ তুলেছে  জ্বালানির মূল্যবৃদ্ধি, কয়লা ব্লকের বেসরকারিকরণ, রেলপথ, চাকরি হারানো, কর্মসংস্থান তৈরি না হওয়া, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে। ঠিক সেভাবেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে শাসক দলে চলা অবিরাম দুর্নীতি নিয়ে। সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূল বাংলার মানুষকে ভুল বুঝিয়ে  রাজনৈতিক ক্ষমতায় এসেছে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এবার রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল ঘুরে দারানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্যজুড়ে।

ঠিক সেভাবেই বাম শিবিরও এবার নন্দীগ্রামকেই তাঁদের মূল হাতিয়ার করে নিতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যে নন্দীগ্রামে একদা বাম শিবিরের অস্ত গিয়েছিল, সেই নন্দীগ্রামে আবারও উদয় হওয়ার স্বপ্ন দেখছে বামফ্রন্ট বলে মত অনেকেরই। তবে নন্দীগ্রামে আবার লাল ঝান্ডা দেখানো নিয়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি নন্দীগ্রামে সবুজের জোর ক্রমশ হারাচ্ছে? উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!