এখন পড়ছেন
হোম > জাতীয় > রাতে জারি করা বিজ্ঞপ্তি সকালে প্রত্যাহার কেন্দ্রের, স্বল্প সঞ্চয় সুদের হার অপরিবর্তিত !

রাতে জারি করা বিজ্ঞপ্তি সকালে প্রত্যাহার কেন্দ্রের, স্বল্প সঞ্চয় সুদের হার অপরিবর্তিত !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 24 ঘণ্টা কাটতে না কাটতেই স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সাতসকালে কেন্দ্রের পক্ষ থেকে জারি করা বুধবারের রাতের বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিলেন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেখানে স্বল্প সঞ্চয়ে সুদের হারে কোনোরূপ বদল হচ্ছে না বলে জানিয়ে দিলেন তিনি। স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় খুশির হাওয়া তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে ব্যাংক অ্যাকাউন্টের বার্ষিক 4 শতাংশ থেকে কমিয়ে করে দেওয়া হয়েছিল 3.5 শতাংশ। অন্যদিকে এক বছরের আমানত সঞ্চয়ে সুদের হার 5.5 শতাংশ থেকে কমিয়ে 4.4 শতাংশ করে দেওয়া হয়েছিল। বেকারি ডিপোজিট সুদে 5.8 শতাংশ থেকে কমিয়ে দেওয়া হয়েছিল 5.3 শতাংশে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই ভাবে প্রবীণ নাগরিকদের এবং পিএফেও সুদ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছিল। যা 1974 সালের পর থেকে সর্বনিম্ন বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিক ভাবেই এর ফলে গ্রাহকদের মাথায় হাত পড়তে শুরু করে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকে। কিন্তু বৃহস্পতিবার সকাল বেলা সেই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়ে দেন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল আটটার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, “স্বল্প সঞ্চয়ে গত ত্রৈমাসিকের সুদের হারই অপরিবর্তিত থাকবে। অসাবধানতাবশত এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তা প্রত্যাহার করে নেওয়া হল।”

তবে এত গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি কেন ভুল করে জারি করে দেওয়া হল, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তবে যে যাই বলুক না কেন, বুধবার রাতের বিজ্ঞপ্তি জারির ফলে অনেকের মনেই অসন্তোষ তৈরি হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার স্বল্প সঞ্চয়ের আগের সুদের হার অপরিবর্তিত থাকার কথা বলে গ্রাহকদের মধ্যে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিল কেন্দ্রীয় সরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!