এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের এজেন্টকে বসতে বাধা, কাঠগড়ায় বিজেপি! উত্তপ্ত নন্দীগ্রাম

তৃণমূলের এজেন্টকে বসতে বাধা, কাঠগড়ায় বিজেপি! উত্তপ্ত নন্দীগ্রাম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন পঞ্চায়েত হোক বা পৌরসভা, বিধানসভা হোক বা লোকসভা, যে কোনো নির্বাচনে বিরোধীদের পক্ষ থেকে প্রধান অভিযোগ করা হত শাসকদলের দিকে। বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের দিকে অভিযোগ তুলে জানানো হত, বিরোধীদলের এজেন্টের বসতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি বিরোধী দলের নেতা-নেত্রীদের ভোটের সময় ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করতে বিরোধীরা। কিন্তু এবারের নির্বাচন কিছুটা আলাদা। শান্তিপূর্ণভাবে সবাই যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে পারে, তার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

তবে তা সত্ত্বেও অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। তবে এতদিন যেভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছিল বিরোধীরা, এবার ঠিক উল্টো ঘটনা ঘটতে দেখা যাচ্ছে রাজ্যে। দ্বিতীয় দফার নির্বাচনে আজ নন্দীগ্রামে তৃণমূলের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে।

জানা গেছে, নন্দীগ্রামের বয়ালের বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে সব দলের এজেন্ট থাকলেও, তৃণমূলের এজেন্ট নেই। যেখানে তৃণমূলের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, অন্য রাজনৈতিক দলের এজেন্ট থাকলেও, এই বুথে তৃণমূলের কোনো এজেন্ট নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই এতদিন যেখানে বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে এজেন্টদের উপর হামলার করার অভিযোগ তোলা হত, এবার উল্টো ঘটনা ঘটল নন্দীগ্রামে। যেখানে তৃণমূলের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল ঘাসফুল শিবির।

তবে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করলেও, পাল্টা অভিযোগ এনেছে গেরুয়া শিবির। তাদের দাবি, তৃণমূল কর্মীরা ভোটদানে বাধা দিতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে। এখন তৃনমূলের পক্ষ থেকে কি অভিযোগ করা হয় এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!