সরকারি কর্মীদের জন্য সুখবর দুঃখবর একসঙ্গে আনলেন মমতা সরকার রাজ্য February 13, 2018 সরকারি কর্মীদের জন্য সুখবর দুঃখবর একসঙ্গে আনলেন মমতা সরকার। ক্ষমতায় আসার পর থেকেই নজর দেন কর্মক্ষেত্রে ডিজিটালাইজেশনের দিকে।ই-গভর্নেন্স দপ্তর নামে ডিজিটাল আপডেটের জন্য পৃথক দফতরও গঠন করেন তিনি। এই দফতর রাজ্যের সমস্ত সরকারি দফতরগুলিতে ডিজিটাল আপডেট করতে সাহায্য করে। এবার ই-অফিসকে আরো সফল করতে এবং সমস্ত কর্মীদের তার সঙ্গে যুক্ত করতে শীঘ্রই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।ই-অফিস চালু হয়েছে রাজ্যের সমস্ত সরকারি দফতরে।মোটা মোটা ফাইলে নানা তথ্য খুঁজতে খুব অসুবিধা হয়। পাশাপাশি তা নষ্ট হবার সম্ভাবনা আছে আর ফাইলের পর ফাইল জমে থাকার প্রবণতা খুব বেড়ে যাচ্ছে। কোনো কাজ দ্রুত হচ্ছে না। তাই এবার সমস্ত সরকারি কর্মীদের ই-গভর্নেন্সের আন্ডারে প্রশিক্ষণ নিতে হবে। এবার যারা শুধু ফাইল ঘাঁটতে অভ্যস্থ তাদের এবার মোটা মোটা ফাইল ছেড়ে ধরতে হবে কম্পিউটার। আপনার মতামত জানান -