এখন পড়ছেন
হোম > রাজ্য > নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক সভা থেকে কি বললেন মুখ্যমন্ত্রী একনজরে

নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক সভা থেকে কি বললেন মুখ্যমন্ত্রী একনজরে

নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক সভা থেকে কি বললেন  একনজরে দেখে নিন:-

আমাদের সরকার জনবিরোধী কাজ করে না।আমরা জনগণের করের বোঝা বাড়াইনি। ব্যাংকে টাকা সুরক্ষিত নয়।

GST-র কারণে ছোটো ব্যবসায়ীরা সংকটে পড়েছেন। ঢাকের দায়ে মনসা বিকোচ্ছে নকুলদানা বেচলেও GST দিতে হচ্ছে এখন।

সারা দেশে ১২০০ কৃষকের আত্মহত্যা করেছে আর বিজেপি শাসিত রাজ্যে এর সংখ্যা সবচেয়ে বেশি।

ICDS আগে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল। এখন ৯০ শতাংশ টাকা বন্ধ করে দিয়েছে।রাজ্য সরকার এখন ICDS প্রকল্পে টাকা দিচ্ছে।

নদিয়ায় এখন উন্নয়নের জোয়ার বইছে, ১০টি কিষাণ মান্ডি হয়েছে, ৮টি কর্মতীর্থ হয়েছে,ন্যায্যমূল্যের ওষুধের দোকান হয়েছে।

বাংলা আবাস যোজনায় ২৫ লাখ বাড়ি হয়েছে, ১৩ হাজার কিমি রাস্তার সূচনা হয়েছে,কৃষকদের বার্ধক্যভাতা ১ হাজার টাকা করা হয়েছে,কর্মীদের মাইনে বাড়িয়েছে রাজ্য সরকার।১ কোটি ৭১ লাখ সংখ্যালঘু ছেলে-মেয়ের জন্য ভাতা,ভূমিহীনদের পাট্টা দেওয়া হচ্ছে।বিনামূল্যে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় এই বাংলায়।

ছাত্র-ছাত্রীদের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী,উচ্চশিক্ষায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করা হয়েছে। তাছাড়া কন্যাশ্রীতে জন্য এখন ১ হাজার টাকা করে দেওয়া হয়।
মেয়েদের দূর্বল ভাববেন না।মেয়েদের বিয়ের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে রুপশ্রী প্রকল্প আসছে।এই মাস থেকেই চালু হবে এই প্রকল্প।

কল্যাণী, করিমপুরে মডেল থানা হবে,বীরনগরে নতুন সাব স্টেশন হবে,সবার জন্য আলো প্রকল্পে বিদ্যুৎ দেওয়া হবে,কৃষকদের অভাবী বিক্রি করতে তহবিল করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!