এখন পড়ছেন
হোম > জাতীয় > জয়ের গন্ধ পাচ্ছেন মোদী-শাহ, বড় দায়িত্ত্ব দেওয়া হলো মুকুল রায়কে

জয়ের গন্ধ পাচ্ছেন মোদী-শাহ, বড় দায়িত্ত্ব দেওয়া হলো মুকুল রায়কে


কয়েক মাস আগেও ত্রিপুরাতে সেভাবে কোনো জনভিত্তি ছিলোনা বিজেপির। কিন্তু কংগ্রেসত্যাগী ৬ ‘তৃণমূল’ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার পরেই হাওয়া ঘুরে যায়। এইমুহূর্তে ত্রিপুরাতে লড়াইটা মূলত হচ্ছে বামফ্রন্টের সঙ্গে বিজেপির। যদিও, ‘দুর্জনেরা’ বলে থাকেন ৬ বিধায়কের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আসলে হয়েছিল মুকুল রায়েরই ‘অঙ্গুলিহেলনে’, বিজেপিতে যোগদানের পূর্বে তা নাকি ছিল তাঁর তরফ থেকে অমিত শাহকে একটা ‘ছোট্ট উপহার’। কিন্তু সেই ত্রিপুরাতেই প্রচারের জন্য এবার প্রাথমিকভাবে মুকুল রায়কে ব্রাত্য করে রাখা হয়, দলীয় সূত্রে জানা যায়, সামনেই বাংলার পঞ্চায়েত নির্বাচন। আর তাই সেখানে রণকৌশল ঠিক করতে মুকুল রায়ের মাটি কামড়ে পরে থাকা জরুরি এবং সে কারণেই এই মুহূর্তে রাজ্যের বাইরে তাঁকে বেশি সময় দিতে হবে না।

কিন্তু সম্প্রতি ত্রিপুরাতে নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সূত্রের খবর, ত্রিপুরাতে গিয়েই নাকি জয়ের ‘গন্ধ’ পেয়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকবার ত্রিপুরায় নির্বাচনী প্রচার সেরে ফেলা সর্বভারতীয় সভাপতি অমিত শাহও নরেন্দ্র মোদীর সঙ্গে একমত, ত্রিপুরাতে বাম সরকারের ‘প্রত্যাবর্তন’ আটকে ‘পরিবর্তন’ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আর তাই আপাতত, বাংলার রণকৌশল কিছুদিনের জন্য পাশে রেখে জরুরি ভিত্তিতে তলব পড়েছে মুকুল রায়ের। একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে ত্রিপুরার দায়িত্ত্বে তিনি ছিলেন এবং ত্রিপুরার বিরোধীনেতা সুদীপ রায় বর্মনদের সঙ্গে তাঁর সমীকরণ ‘ঈর্ষণীয়’। আর তাই জয়ের ‘গন্ধ’ পাওয়া বিজেপি নেতৃত্ত্ব সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে। এবং সেই কারণেই ভোট কৌশল নির্ধারণের জন্য জরুরি ভিত্তিতে ত্রিপুরায় পাঠানো হয়েছে মুকুল রায়কে। দলীয় কোনও পদে না থেকেও পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে মুকুল রায়ই যে বিজেপির ‘মুশকিল আসান’ আবার প্রমান করে দিলেন তিনি। সবথেকে বড়কথা, বাংলায় উপনির্বাচনে মুকুল রায়ের ‘মস্তিষ্কে’ ভর করে বিজেপির ফলাফলে যারপরনাই খুশি কেন্দ্রীয় নেতৃত্ত্ব, আর এবার আবার তাঁর রণকৌশলে ভর করে যদি ত্রিপুরায় অসাধ্যসাধন করা যায়, তাহলে আগামী দিনে তা ‘মিশন বাংলায়’ প্রবল ভাবে কাজে লাগবে বলে বিজেপির অন্দরমহলের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!