বিস্ফোরক অভিযোগ উঠলো বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে রাজ্য February 13, 2018 সামনেই ত্রিপুরাতে বিধান সভা ভোট আর বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত এখন নির্বাচনী প্রচারে ত্রিপুরায় আছেন।আর এবার ত্রিপুরার ভোটের জন্য তোলা তোলার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে টাকা দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী।।তিনি অভিযোগ করেন ত্রিপুরায় ভোট পরিচালনার জন্য ১ কোটি টাকা চাওয়া হয় তাঁর কাছে। গতকাল ৩০ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু, তিনি দেননি। আজ সকাল ১০টা নাগাদ নাকি সব্যসাচীবাবু ফোন করেন তাঁকে। তিনি বলেন, “আমি ফোন রেকর্ড করে রেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও যাব।” এরপর গোটা বিষয়টি মধুসূদনবাবু তৃণমূল নেতাদের জানান।বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।পরে অবশ্য সব্যসাচীবাবু এই নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে বলেন ,সব্যসাচীবাবু বলেন, “কে মধুসূদনবাবু, আমি চিনতে পারছি না। ওনাকে অনুরোধ করব এবিষয়ে কোনও রেকর্ড বা ডকুমেন্ট থাকলে উনি গিয়ে থানায় FIR করুন।” উলটে তিনি প্রশ্ন তোলেন, যদি ওনার কাছে তোলা চাওয়ার ফোন রেকর্ড থাকে তাহলে উনি কোর্টে যাচ্ছেন না কেন? আপনার মতামত জানান -