এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এগোলে সর্বনাশ, পিছলে নির্বংশ – মিমের সাথে জোট? তৃণমূলের মাথাব্যথা এখন মিম!

এগোলে সর্বনাশ, পিছলে নির্বংশ – মিমের সাথে জোট? তৃণমূলের মাথাব্যথা এখন মিম!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য সমাপ্ত হয়েছে বিহার বিধানসভার নির্বাচন। আর তারপরেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা। যেখানে সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হায়দ্রাবাদের আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম। সংখ্যালঘুদের জন্য এই রাজনৈতিক দলটি যদি বাংলায় প্রার্থী দেয়, তাহলে সব থেকে বেশি বিড়ম্বনা তৈরি হতে পারে তৃণমূল কংগ্রেসের বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, ইতিমধ্যেই এই রাজনৈতিক দলের প্রধান আসাদুদ্দিন ওয়েইসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলায় যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র রয়েছে, সেখানে তারা প্রার্থী দেবেন। আর এতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, যে সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য কিছুটা হলেও গত লোকসভা নির্বাচনে মুখ রক্ষা হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য এই রাজনৈতিক দল তাহলে কি বিজেপির অনেকটাই সুবিধা হয়ে যাবে!

তাই এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সেই মিমের পক্ষ থেকে তৃণমূলের সঙ্গে জোটের প্রস্তাব দেওয়া হয়েছে। এখন সব থেকে বড় প্রশ্ন, তৃণমূল কি আদৌ মিমের এই প্রস্তাব গ্রহণ করবে! একাংশ বলছেন, তৃণমূলের পক্ষে এই মিমের সঙ্গে জোট করা অত্যন্ত কঠিন ব্যপার। সরাসরি যদি মিমকে সমর্থন করা হয়, তাহলে তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক দলের অভিযোগ উঠতে পারে। আর আসন দফারফাতেও শেষ পর্যন্ত মিমের সঙ্গে আলোচনা সফল নাও হতে পারে।

এর এই সমস্ত দিককে কেন্দ্র করেই মিমের সাথে তৃণমূল কংগ্রেসের জোট হওয়া আদৌ সম্ভব না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর যদি এই জোট না হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে যে বড়সড় থাবা বসাতে চলেছে হায়দ্রাবাদের এই রাজনৈতিক দল, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, মিমের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি করা হয়, তারা সংখ্যালঘুদের পাশে আছে। সংখ্যালঘুদের উন্নয়ন করবার জন্যই তাদের রাজনীতি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অতীতে বিভিন্ন সময় দাবি করা হয়েছে, সর্বধর্ম সমন্বয় রক্ষা করবার জন্য সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই পরিস্থিতিতে যে সংখ্যালঘুদের বেশিরভাগ সমর্থন এতদিন তৃণমূল কংগ্রেসের দিকে ছিল, যদি বিধানসভা নির্বাচনে সেই মিম লড়াই করে, তাহলে সেই সমর্থন ঘুরে যেতে পারে বলে মনে করা হচ্ছে। স্বভাবতই এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগেই মিম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেকার সমীকরণ নিয়ে ক্রমশ জটিল হচ্ছে অবস্থান। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!