এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষক বিদ্রোহে রাশ টানতে ৮ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর

কৃষক বিদ্রোহে রাশ টানতে ৮ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর


বেশ কয়েকটি রাজ্যে  লাগাতার কৃষক বিদ্রোহের ঘটনায় অবশেষে ঘুম ভাঙ্গতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকারের। সরকারী সূত্রে পাওয়া খবর অনুয়ারী কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই আখচাষিদের জন্য ৮০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করতে চলেছে । মনে করা হচ্ছে সম্প্রতি কৈরানা উপ নির্বাচনে পরাজয়ের পরেই গেরুয়া শিবিরে বেশ হৈ চৈ পড়ে গেছে যার জেরে সরকারের তড়িঘড়ি এই সিদ্ধান্ত গ্রহণ। প্রঙ্গত কৈরানা লোকসভা কেন্দ্র টি উত্তর প্রদেশের আখ উৎপাদক অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য একটি। সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই প্যাকেজ অনুয়ারী মোট ৮০০০ হাজার কোটি টাকার পরিকল্পনার মধ্যে ৩০ লাখ মেট্রিক টন আখ স্টোর করে রাখার ব্যবস্থা, ইথানল উৎপাদন বৃদ্ধি, চিনির মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয় অন্তর্ভূক্ত রয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এছাড়া বরাদ্দ মোট ৮০০০ কোটি টাকার মধ্যে ১২০০ কোটি টাকা খরচ , স্টোরে আখ রাখার খরচা বাবদ এবং কিছু সুদ ও বিমা সংক্রান্ত বিষয়ের জন্যে ধার্য হয়েছে। এই পদ্ধতির সফল প্রয়োগে সুগার মিলগুলি তাদের আভ্যন্তরীণ উৎপাদন এবং পরিচালনা সংক্রান্ত বিষয় সহ চাষীদের প্রাপ্য মজুরী প্রদান করতে পারবে বলে মনে করা হচ্ছে। সংবাদ সূত্রে পাওয়া খবর অনুসারে জানা গেছে স্টোরে আখ রাখার জন্য টাকা সরাসরি চাষিদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে । চলতি সপ্তাহেই  মন্ত্রীসভার ক্যাবিনেট বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই প্যাকেজের কহা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। এই পরিকল্পনা কার্যকর হলে সারা দেশের সুগার মিল থেকে প্রায় ২৩০০০ কোটি টাকা পাবেন আখচাষীরা। এই আখচাষীদের একটা বড় অংশ উত্তর প্রদেশ রাজ্যের মানুষ। এই পরিকলনার সফল প্রয়োগের মাধ্যমে ঐ রাজ্যের বিজেপি ভোট ব্যাঙ্কে কিছুটা হলেও স্থিতি আসবে বলে মনে করছে রাজনোইতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!