এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একেবারে অফিস টাইমে গুলি চালানো হলো সল্টলেকগামী সরকারি বাসে, আতঙ্কিত যাত্রীরা

একেবারে অফিস টাইমে গুলি চালানো হলো সল্টলেকগামী সরকারি বাসে, আতঙ্কিত যাত্রীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ, একেবারে ভরা সকালে অফিস টাইমে অফিস যাত্রী ও অন্যান্যদের ভিড়ে ব্যস্ত যখন পথঘাট, সেসময় হঠাৎ হাওড়া থেকে সল্টলেক গামী একটি সরকারি এসি বাস লক্ষ্য করে চালানো হলো গুলি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসযাত্রীরা ও সেইসঙ্গে এলাকাবাসীরা। দ্রুত বাস থামিয়ে খবর দেওয়া হয় পুলিশে।

আজ সকাল ১০ টার সময়ে ভিড় রাস্তায় হাওড়ার বালি থেকে সল্টলেকের করুনাময়ীর দিকে রওনা দেয় যাত্রীদের নিয়ে এস ২৩ রুটের একটি সরকারি এসি বাস। বাসটি যখন লাল বাড়ি এলাকায় জি টি রোডের কাছে এসে পৌঁছায়, তখনই হঠাৎ চলে গুলি বাস লক্ষ করে। গুলিতে ভেঙে যায় বাসের দুটি কাঁচ। বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, পরপর দুটি গুলি চলেছে। বাসের কোনও যাত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হতে পারে বলে, অনুমান করছেন অনেকে। তবে, কে, বা কারা এই গুলি চালিয়েছে? তা এখনো জানতে পারেনি পুলিশ। এর পেছনে কোন বড়োসড়ো ষড়যন্ত্র থাকতে পারে বলে, অনেকে অনুমান করছেন। অনেকের অনুমান, ভোটের মুখে আতঙ্কর পরিবেশ তৈরী করতেই এমন ভাবে যাত্রীবোঝাই বাস লক্ষ করে গুলি চালানো হয়েছিল। তবে, গুলি লক্ষভ্রষ্ট, গুলিতে কেউ আহত বা নিহত হননি।

যাত্রীরা জানিয়েছেন, এই সময় বাসে কেউ দাঁড়িয়ে ছিলেন না। এ কারণে কারোর গায়ে গুলি লাগে নি। শুধুমাত্র বাসের দুটো জানালা ভেঙে যায়। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। বাসটিও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলো। তবে, বাসে গুলি বা কার্তুজ খুঁজে পায়নি পুলিশ। যা থেকে আরও বেড়েছে ধোঁয়াশা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!