এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “প্রকৃত তদন্ত হোক, সত্য সামনে আসুক।” – শীতলকুচি কাণ্ড নিয়ে সরব হেভিওয়েট বিজেপি নেতা

“প্রকৃত তদন্ত হোক, সত্য সামনে আসুক।” – শীতলকুচি কাণ্ড নিয়ে সরব হেভিওয়েট বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শীতলকুচি কাণ্ডের প্রকৃত তদন্ত হচ্ছে না, তদন্তকে প্রভাবিত করা হচ্ছে, চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানালেন যে, শীতলকুচি কাণ্ডের তদন্তের নির্দেশ সিআইডিকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার তদন্ত নির্বাচন কমিশন করবে? না সিআইডি করবে? তা তিনি বুঝতে পারছেন না।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানালেন, সিআইডি যদি তদন্ত করে, তবে তারা নিজেদের মতো করে তদন্ত করবে। কেন্দ্রীয় বাহিনীর উপর সমস্ত দোষ চাপিয়ে দেয়ার চেষ্টা করবে। কারণ, সিআইডি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা জ্ঞানবন্ত সিং সমস্ত রিপোর্ট চেপে দেবার কথা বলছেন। তাঁরা চাইছেন এই ঘটনার সমস্ত রিপোর্ট সামনে আসুক। ঘটনার প্রকৃত তদন্ত হোক। প্রকৃত সত্য সামনে আসুক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানালেন, শীতলকুচির গুলি কাণ্ডের তদন্তকে চেপে দেয়া হচ্ছে। তদন্তকে প্রভাবিত করে দেবার চেষ্টা করা হচ্ছে। তদন্তর রিপোর্ট লুকিয়ে রাখা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, এতে পুরো মদত রয়েছে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা জ্ঞানবন্ত সিং এর। তাঁর মদতেই সমস্ত কিছু হচ্ছে বলে, অভিযোগ করেছেন জয়প্রকাশ মজুমদার।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানালেন শীতলকুচিতে যখন এই ঘটনা ঘটেছিল, সে সময় অনেক লোক সেখানে ছিলেন বলে, জানানো হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, তাদের মধ্যে একজনের হাতেও কি তখন মোবাইল ফোন ছিল না? তিনি অভিযোগ করেছেন, ঘটনার দিন মোবাইলে ছবি তোলা হয়েছিল, কিন্তু নবান্নের নির্দেশেই সেই ভিডিও যাতে প্রকাশ্যে না আসে, তার ব্যবস্থা করা হয়েছে। এই জন্য পুলিশ বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলে এসেছে, বলেও অভিযোগ করেছেন তিনি।

রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানালেন, যেকোনো পরিস্থিতিতেই মানুষের সামনে সঠিক তথ্য বেরিয়ে আসার প্রয়োজন। তদন্ত বিকৃত না করে, সঠিক পথে তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!