এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিনয়-অনীতদের চালে ক্ৰমশঃ আরো নিঃস্বঙ্গ হয়ে পাহাড়ের দখল হারাচ্ছেন গুরুঙ্গ

বিনয়-অনীতদের চালে ক্ৰমশঃ আরো নিঃস্বঙ্গ হয়ে পাহাড়ের দখল হারাচ্ছেন গুরুঙ্গ

আরো কোনঠাসা হয়ে পড়লো বিমল গুরুঙ্গ। শনিবার কালিম্পঙের একটি বেসরকারি অতিথি নিবাসে বিনয়-অনীতদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় কালিম্পঙ পুরসভার কাউন্সিলরদের একাংশের। আর এই বৈঠকের পরেই ১৫ জন কাউন্সিলরকে নিয়ে শীঘ্রই অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণা করেন জিটিএ-র কেয়ারটেকার বোর্ডের ভাইস চেয়ারম্যান অনীত থাপা।
এদিন তিনি বলেন, ভাইস চেয়ারম্যান সোনম ভুটিয়া সহ ১৫ জন কাউন্সিলর পাহাড়ে শান্তি ও উন্নয়নের লড়াইয়ে সামিল হয়েছেন। জিটিএ-র পক্ষ থেকে তাঁদের সব রকম সহযোগিতা করা হবে। যদিও সূত্রের খবর অনুযায়ী, কালিম্পং পুরসভার চেয়ারম্যান শুভ প্রধান বিনয়-অনীতদের সমর্থন করেন নি। কালিম্পং পুরসভার ভাইস চেয়ারম্যান সোনম ভুটিয়া জানান, আমরা শান্তি বজায় রেখে উন্নয়ন জোরদার করব, সেই সঙ্গে পাহাড়ের দীর্ঘদিনের জাতিসত্ত্বার স্বীকৃতির দাবি আদায় করব। আর কালিম্পঙ পুরসভাকেও এবার বিনয়-অনীতরা জিটিএর অন্তর্গত করে ফেলায় আরো দ্রুত পায়ের তোলার মাটি হারাচ্ছেন বিমল গুরুঙ্গ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি পাল্টা কি চাল দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!